ডেমি মুরলস অ্যাঞ্জেলেসে ৭০ লাখ ডলার মূল্যের বিলাসবহুল এক বাড়িতে থাকেন হলিউডের অভিনেত্রী ডেমি মুর। এ বাড়িতে চমৎকার এক সুইমিংপুলও আছে। তবে এখন থেকে সম্ভবত একে অভিশপ্ত সুইমিংপুল নামেই ডাকা হবে। কারণ, রোববার ভোরে সেখান থেকে এডেনিলসন স্টিভেন নামের ২১ বছর বয়সী এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, দুর্ঘটনাবশত পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। দুর্ঘটনার সময় ডেমি কিংবা তার পরিবারের কোনো সদস্য বাড়িতে ছিলেন না বলেই জানিয়েছে স্থানীয় পুলিশ।
রোববার ভোর সোয়া ৫টার দিকে পানিভর্তি সুইমিংপুলের তলা থেকে স্টিভেনের মৃতদেহ উদ্ধার করা হয়। ঘনিষ্ঠ কয়েকটি সূত্র দাবি করেছে, স্টিভেন সাঁতার জানতেন না।