প্রাঙ্গণেমোর-এর রক্তকরবী
২৬ জুলাই সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার এঙ্পেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চায়ন হবে প্রাঙ্গণেমোরের নাটক 'রক্তকরবী'।
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত এ নাটকটির নির্দেশনায় রয়েছেন নূনা আফরোজ। অভিনয় করবেন নূনা আফরোজ, অনন্ত হিরা, রামিজ রাজু, আউয়াল রেজা, শিশির রহমান, পলাশ, জসিম, সরোয়ার সৈকত, সাগর, রিগ্যান, সুমী, শুভেচ্ছা, মনির, শুভ, সুজয়, চৈতী, সোহাগ প্রমুখ।
'সিরাজ যখন নবাব সিরাজউদ্দৌলা'
২৬ জুলাই সন্ধ্যায় শিল্পকলা একাডেমির মূল মিলনায়তনে মঞ্চায়ন হবে বাংলাদেশ থিয়েটার প্রযোজিত নাটক 'সিরাজ যখন নবাব সিরাজউদ্দৌলা'।
আবদুল আজিজের নবনাট্যরূপে নাটকটির নির্দেশনায় রয়েছেন খন্দকার শাহ আলম। অভিনয় করবেন খন্দকার শাহ আলম, ফাতেমা বেগম সুমি, নবীয়া ইসলাম রীতা, মাসুদা খান, আবদুল আজিজ, শফি কামাল প্রমুখ।
সৈয়দ হাসান ইমামের ৮০তম জন্মদিন
২৭ জুলাই মুক্তিযুদ্ধের কণ্ঠ সৈনিক, বিশিষ্ট অভিনেতা, চিত্র পরিচালক এবং বাংলাদেশের প্রায় সব প্রগতিশীল আন্দোলনের অন্যতম অগ্রসেনানী সৈয়দ হাসান ইমামের ৮০তম জন্মবার্ষিকী। ওইদিন পাবলিক লাইব্রেরির প্রধান মিলনায়তনে বাংলাদেশের সাংস্কৃতিক জগতের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমামের ৮০তম জন্মবার্ষিকী উদযাপনে নানা কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী। আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে সাজানো হবে সৈয়দ হাসান ইমামের ৮০তম জন্মবার্ষিকীর এ আয়োজন।
যুদ্ধাপরাধী ও রাজাকারদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে নব্বই দশকের শুরুতে শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে গড়ে ওঠা ঘাতক দালাল নির্মূল জাতীয় সমন্বয় কমিটির আহ্বায়ক সৈয়দ হাসান ইমামের জীবনের এই অসাধারণ উপলক্ষকে স্মরণীয় করে রাখতে ১২ জুলাই একটি জাতীয় কমিটি গঠন করা হয়।
'প্রাণের খেলা' শীর্ষক অনুষ্ঠানে রবীন্দ্রনাথের গান
মানব মনের জীবন-উপলব্ধির ক্ষেত্রে রবীন্দ্রনাথের গান জীবন-বোধের নানা সূক্ষ্ম সংবেদনশীল উপলব্ধি শ্রোতার অভিজ্ঞতার দিগন্তকে বিস্তৃত করে। তার গানের চেতনা ধারায় স্নাত হয়ে অফুরান প্রাণশক্তি নিয়ে আমরা এগিয়ে চলি সম্মুখের পথে।
আগামী ২৮ জুলাই সন্ধ্যায় বেঙ্গল শিল্পালয়ে অনুষ্ঠিত হবে নিয়মিত গানের আসর 'প্রাণের খেলা'।