এ বছরের সবচেয়ে হিট সিনেমার তালিকায় প্রথম জায়গাটি দখল করে রেখেছিল ডায়নোসররা। এবার তারা তাক করেছে অ্যাভাটার ও টাইটানিককে।
সবচেয়ে ব্যবসা সফল সিনেমার তালিকায় বিশ্বের প্রথম স্থানে থাকা অ্যাভাটার এখন ডায়নোসরের চাপে কোনঠাসা। টাইটানিক আছে আরও ঝুঁকিতে। ডায়নোসরদের নিয়ে সিনেমা জুরাসিক ওয়ার্ল্ড এরইমধ্যে বিশ্বের সর্বকালীন হিট সিনেমাগুলোর মধ্যে তৃতীয় স্থানে পৌঁছে গেছে।
অ্যাভাটার এখন পর্যন্ত আয় করেছে ২.৭৮৮ বিলিয়ন মার্কিন ডলার। তারপরেই রয়েছে টাইটানিক। সিনেমাটির আয় ২.১৮৭ বিলিয়ন মার্কিন ডলার। এতদিন টাইটানিক-এর পরেই ছিল দ্য অ্যাভেঞ্জার্স। ১.৫২০ বিলিয়ন মার্কিন ডলার আয় করেছিল সিনেমাটি। কিন্তু সেই জায়গায় এখন এসে পড়েছে জুরাসিক ওয়ার্ল্ড। এর ব্যবসা এখন পর্যন্ত ১.৫২২ বিলিয়ন মার্কিন ডলার।
সর্বাধিক জনপ্রিয় ও ব্যবসা সফল সিনেমার তালিকায় প্রথম স্থানে থাকা অ্যাভাটার সিনেমাটি মুক্তি পেয়েছিল ২০০৯ সালের ডিসেম্বর মাসে। পরিচালনায় জেমস ক্যামেরুন। দ্বিতীয় স্থানে থাকা টাইটানিক সিনেমাটি মুক্তি পেয়েছিল ১৯৯৭ সালের ডিসেম্বরে। এই সিনেমাটির পরিচালকও জেমস ক্যামেরুন। আর সম্প্রতি তালিকার তৃতীয় স্থানে উঠে আসা ডায়নোসরদের নিয়ে সিনেমা জুরাসিক ওয়ার্ল্ড মুক্তি পেয়েছে ২০১৫ সালের জুন মাসে।
বিডি-প্রতিদিন/২৪ জুলাই ২০১৫/ এস আহমেদ