চলচ্চিত্রে জুটি প্রথার কদর অনেক পুরনো। দর্শকের চাহিদার ওপর ভর করেই গড়ে ওঠে সফল জুটি। ঢালিউডে শবনম-রহমান, নাদিম-শাবানা, রাজ্জাক-কবরী, জাফর ইকবাল-ববিতা, সালমান শাহ-মৌসুমী, রিয়াজ-শাবনূরসহ অনেক জুটি চিরদিনের জন্য দর্শক হৃদয়ে স্থায়ী আসন গড়ে নিয়েছেন। এই ধারাবাহিকতায় ২০০৬ সাল থেকে ঢাকাই ছবির দর্শক পেয়েছে শাকিব-অপু জুটিকে। ওই বছর মুক্তি পায় তাদের 'কোটি টাকার কাবিন' ছবিটি। প্রথম ছবিতেই নতুন জুটি হিসেবে দর্শক আনুকুল্য পেয়ে যান তারা। এখন পর্যন্ত তাদের জুটিবদ্ধ অর্ধশতেরও বেশি ছবি মুক্তি পেয়েছে। আর এটি সম্ভব হয়েছে তাদের প্রতি দর্শকপ্রিয়তার কারণে।
এই ঈদে মুক্তি পায় শাকিব-অপু জুটির 'লাভ ম্যারেজ' ছবিটি। ব্যবসায়িক বিচারে ইতিমধ্যে ছবিটি সফলতার তালিকায় নাম লিখিয়েছে। প্রেক্ষাগৃহ মালিকদের মতে এই ছবির সাফল্যের মাধ্যমে শাকিব-অপু জুটির আকাশছোঁয়া জনপ্রিয়তার প্রমাণ আবারও মিলল। শুধু ব্যবসায়িক সাফল্যই নয়- এই জুটির কারণে ছবিটি প্রায় ১৩০টি প্রেক্ষাগৃহে চলছে। জুটি প্রথার ওপর নির্ভর করেই অনেক ছবি সফলতার মুখ দেখে। সেক্ষেত্রে জুটি হিসেবে শাকিব-অপু ঢালিউডে স্বতন্ত্র অবস্থান গড়ে নিয়েছেন। তাই তাদের ওপর চলচ্চিত্র ব্যবসায়ীরা নিশ্চিন্তে নির্ভর করে। দর্শকও নির্দ্বিধায় তাদের ওপর আস্থা রাখে। এ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী সারা দেশে ছবিটি অপ্রত্যাশিত ব্যবসা করছে।
এদিকে ঈদে মুক্তি পাওয়া আরেকটি ছবি 'পদ্ম পাতার জল' ভালো ব্যবসা করছে বলে প্রদর্শক সমিতি জানায়। এই ছবিতে জুটি হিসেবে আছেন ইমন ও বিদ্যা সিনহা মিম। এটি তাদের জুটিবদ্ধ দ্বিতীয় ছবি। ইমন-মিম জুটি হিসেবে সাফল্য পান 'জোনাকির আলো' ছবিতে। প্রথম ছবিতেই দর্শক তাদের পর্দা রসায়ন গ্রহণ করে। ওই ছবিতে তাদের ভালো কাজের রেশ দ্বিতীয় ছবিতেও খুঁজে পেয়েছে দর্শক। তাই দেশের ২৬টি প্রেক্ষাগৃহ ও বিভিন্ন মঞ্চ ও অডিটোরিয়ামে দর্শক সাড়া পেয়ে ব্যবসার ঘরে সফলতার দেখা পেয়েছে 'পদ্ম পাতার জল'। বলাকা প্রেক্ষাগৃহ সূত্রে জানা গেছে, প্রথম শো থেকেই অভাবনীয় দর্শক পাচ্ছে ছবিটি। ছবি দেখতে আসা নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্রী ফাইজা শবনম বলেন, ইমন ও মিম, দুজনই আমার ফেভারিট আর্টিস্ট। তাদের নাটক এবং ছবি কখনো মিস করি না। তারা যখন জুটি হয়ে 'জোনাকির আলো' ছবিতে অভিনয় করেন তখন এই ভেবে খুশি হলাম যে চলচ্চিত্রে মনের মতো আরকেটি জুটি পেয়েছি। প্রথম ছবিতে তাদের পর্দা রসায়ন দেখে অভিভূত হয়েছি। প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির দেখা মিলেছে। ঈদে এই জুটির 'পদ্ম পাতার জল' দেখে তাদের পর্দা রসায়নের পরিপক্বতায় মন ভরে গেছে। আমার বিশ্বাস ঢালিউডে নতুন ও সফল জুটি হিসেবে নাম লিখিয়েছেন ইমন-মিম। চলচ্চিত্র প্রদর্শক সমিতির ভাইস প্রেসিডেন্ট সুদীপ্ত কুমার দাশ বলেন, অল্প সংখ্যক প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সত্ত্বেও 'পদ্ম পাতার জল' ছবিটি সফল হয়েছে। আমার মতে সমৃদ্ধ নির্মাণ, মানসম্মত গল্পসহ অন্যান্য উন্নত দিকের সঙ্গে এই সফলতার অন্যতম কারণ হচ্ছে নতুন জুটি ইমন-মিমের মনকাড়া অভিনয়। বিশেষ করে নতুন প্রজন্ম এই জুটির অভিনয় দেখে তৃপ্ত হয়েছে। তাই আগামীতে এ জুটিকে নিয়ে নির্মাতারা নিঃসন্দেহে আগ্রহ দেখাবে, একথা নিশ্চিত করে বলা যায়।