বক্স-অফিস লড়াইয়ে এবার তেলেগু ব্লকবাস্টার 'বাহুবালি'কে পেছনে ফেলেছে সালমান খানের হিন্দি সিনেমা 'বাজরাঙ্গি ভাইজান'। 'বাহুবালি'র প্রথম পাঁচ দিনের আয়ের রেকর্ডকে টক্কর দিয়ে এগিয়ে গেছে সালমানের সিনেমাটি।
আয়-ব্যয়ের হিসেবে ভারতের বক্স-অফিসে নতুন ইতিহাস লিখছে 'বাহুবালি। ভারতের সবচেয়ে বড় বাজেটের এ সিনেমাটি প্রথম পাঁচ দিনে বিশ্বব্যাপী আয় করেছে ২১৩ কোটি রুপি, এর মধ্যে শুধুমাত্র ভারতেই আয় হয়েছে ১৮৫ কোটি রুপি, যা ছিল ভারতীয় সিনেমা হিসেবে চলতি বছরের সর্বোচ্চ আয়। কিন্তু ঈদ-উল-ফিতরের আগের দিন মুক্তি পেয়ে 'বাহুবালি'র রেকর্ডকে গুঁড়িয়ে দিয়ে সালমানের 'বাজরাঙ্গি ভাইজান' প্রথম পাঁচ দিনে বিশ্বব্যাপী আয় করেছে ২২০ কোটি। ২৩ জুলাই পর্যন্ত 'বাজরাঙ্গি ভাইজান'-এর অভ্যন্তরীণ আয় ১৬৯ কোটি ৭ লাখ রুপি। আর বিশ্ববাজারে সিনেমাটি সংগ্রহ করেছে ৮৫ কোটি ২৭ লাখ রুপি।
তেলেগু সুপারস্টার প্রাভাস এবং রানা ডাগ্গুবাতি অভিনীত 'বাহুবালি' মুক্তি পেয়েছে পাঁচটি ভাষায়। কিন্তু বাহুবালি'র চেয়ে আন্তর্জাতিক বাজারে বেশি সংখ্যক হলে মুক্তি দেয়া হয়েছে 'বাজরাঙ্গি ভাইজান'কে, যার ফলে আয়ের অঙ্কটাও হয়েছে বেশি।
বিডি-প্রতিদিন/২৫ জুলাই ২০১৫/ এস আহমেদ