'বজরঙ্গি ভাইজান' দিয়ে একের পর এক রেকর্ড ভাঙছেন বলিউড সুপারস্টার সালমান খান। মুক্তির পর মাত্র পাঁচ দিনেই ১৫১ কোটি রুপি আয় করে বক্স অফিসে রেকর্ড সৃষ্টি করেছে মুভিটি। সা্লমান খান ও কারিনা কাপুর অভিনীত মুভিটি মুক্তির প্রথম দিনেই প্রায় ২৮ কোটি রুপির ব্যবসা করেও বক্স অফিসে তোলপাড় সৃষ্টি করে। চলচ্চিত্র বোদ্ধারা বলছেন, সালমান খানের জীবনে সবচেয়ে ব্যবসাসফল মুভিি হতে চলেছে 'বজরঙ্গি ভাইজান'। খবর টাইমস অব ইন্ডিয়ার
খবরে বলা হয়, চলতি বছর বলিউডের মাত্র দুটি ছবি ১০০ কোটির ক্লাব অতিক্রম করেছে। 'বজরঙ্গি ভাইজান'র আগে এ আয় করে অভিজাত ক্লাবে প্রবেশ করে বলিউড কুইন খ্যাত কঙ্গনা রনৌতের 'তনু ওয়েডস মনু' ও হালের সেনশেসন বরুণ ধাওয়ানের 'এবিসিডি টু' মুভি দুটি। চলতি বছর পূর্বের সব রেকর্ড ভেঙে ফেলছে 'বজরঙ্গি ভাইজান'। ধারণা করা হচ্ছে, ২০১৫ সালে 'বজরঙ্গি ভাইজান'-ই হবে সবচেয়ে বড় ব্যবসাসফল মুভি।
প্রতিবেদনে আরো বলা হয়, প্রথম দিনে আয়ের দিক দিয়ে সালমান খানের নিজ প্রোডাকশন হাউসের ব্যানারে নির্মিত প্রথম মুভি 'কিক'কে ছাড়িয়ে গেছে 'বজরঙ্গি ভাইজান'। শুক্রবার হওয়া সত্ত্বেও 'কিক' প্রথম দিনে আয় করে প্রায় ২৭ কোটি রুপি। সেখানে এ মুভির প্রথম দিনের আয় প্রায় ২৮ কোটি রুপি।
গত কয়েক বছর ধরে প্রতি ঈদুল ফিতরে মুভি মুক্তি দিচ্ছেন সালমান খান। এর সবগুলোই সুপারডুপার হিট। এর আগে ঈদে মুক্তিপ্রাপ্ত 'দাবাং' ও 'বডিগার্ড' বক্স অফিসে দারুণ সাড়া ফেলে। ব্যবসার দিক দিয়ে দিয়ে এগুলোকেও ছাড়িয়ে যাচ্ছে 'বজরঙ্গি ভাইজান'।
এক ভারতীয় ও এক পাকিস্তানি শিশুর সম্পর্কের টানাপোড়েনের গল্প নিয়ে নির্মিত 'বজরঙ্গি ভাইজান' পরিচালনা করেছেন কবির খান। এর আগে সালমান খানের সঙ্গে 'এক থা টাইগার' মুভিতে কাজ করেন। আয়ের দিক দিয়ে ওই মুভিকেও অতিক্রম করছে নতুন মুভিটি। যুক্তরাষ্ট্রেও 'বজরঙ্গি ভাইজান' ব্যবসার দিক দিয়ে শীর্ষে রয়েছে।
উল্লেখ্য, সালমান খানই বলিউডের একমাত্র অভিনেতা যার আটটি মুভি আয়ের দিক দিয়ে ১০০ কোটির অভিজাত ক্লাব অতিক্রম করেছে।
বিডি-প্রতিদিন/২৫ জুলাই ২০১৫/শরীফ