আজই মুক্তি পেয়েছে 'ফ্যান্টম' ছবির ট্রেলার আর আজই সেটা চর্চার বিষয় হয়ে উঠেছে। কবীর খান পরিচালিত ছবিতে নায়কের ভূমিকায় রয়েছেন সাইফ আলি খান এবং নায়িকা ক্যাটরিনা কাইফ। একটি অত্যান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা দেখা যাবে কলকাতার ফেলুদা অর্থাত্ সব্যসাচী চক্রবর্তীকে।
ট্রেলারের শুরুতেই একটা কণ্ঠস্বরে মন্তব্য শোনা যাচ্ছে, 'কেয়া তুমনে ইয়ে সাবিত কর দিয়া কে আইএসআই ইস হামলে কে পিছে হ্যায়, ৬ সাল হো গয়ি, ঝক মারলি তুমনে।' কণ্ঠস্বর লস্কর প্রধান হাফিজ মহম্মদ সাইদের। ট্রেলারে এই দৃশ্য দেখেই বুঝে যাবেন এর সঙ্গে 'ব্ল্যাক ফ্রাইডে'-র বেশ খানিকটা মিল রয়েছে। হবে নাই বা কেন? যাঁর লেখা বই 'মুম্বই অ্যাভেঞ্জার্স'-এর আদলে 'ফ্যান্টম' ছবিটি তৈরি হয়েছে সেই হুসেইন জাইদি ব্ল্যাক ফ্রাইডে ছবিরও চিত্রনাট্য লিখেছেন। সিনেমাটি ২৬/১১ মুম্বই হামলার পরবর্তী সময় নিয়ে তৈরি হয়েছেঅ
নায়ক দানিয়েল (সাইফ) কানাডার জেল থেকে সিরিয়া, বেইরুটের পথে ঘাটে যে ধামাল করেছেন তা বেশ ভালোই বোঝা গিয়েছে ট্রেলার দেখে। ছবির শুটিং নিয়ে একটি ঘটনা শুনলে বোঝা যাবে এ ছবি বাস্তবের কাছাকাছি আনতে কত ঝক্কির মধ্যে পড়তে হয়। সিরিয়ায় ছবির শুটিংয়ের সময় স্থানীয় ৪০০ অভিনেতাদের নিয়ে একটি ক্যাম্পেরসেট বানানো হয়। যা দেখা আপাতপক্ষে কোনও জঙ্গি শিবির বলে মনে হবে। স্থানীয় মানুষজন এটা দেখে তো সেনাকে খবর দেন, তাঁরা ভাবেন যে ওখানে জঙ্গি শিবির খোলা হয়েছে। পরে সেনাবাহিনী এসে সেটা দেখে নিজেরাই সুরক্ষা দায়িত্ব নেয়। কারণ সিরিয়ার রাজনৈতিক পরিস্থিতি আলাদা করে বলার মতো কিছু নেই। প্রায় রোজই এ নিয়ে খবর হচ্ছে।
কবীর খান ধীরে ধীরে নিজের একটি ঘরানা বানিয়ে ফেলছেন। প্রথম ছবি 'কাবুল এক্সপ্রেস' থেকে শুরু। এর পর নিউ ইয়র্ক, এক থা টাইগার— সব ছবিতেই সন্ত্রাসবাদই ছবির মূল বিষয়বস্তু হয়ে উঠেছে।
বিডি-প্রতিদিন/ ২৫ জুলাই ১৫/ সালাহ উদ্দীন