দীর্ঘদিন পর আবারও চলচ্চিত্রের গানে কণ্ঠ দিলেন বিশিষ্ট সংগীতশিল্পী বারী সিদ্দিকী। 'সোনাবন্ধু' শীর্ষক এ চলচ্চিত্রটি নির্মাণ করছেন জাহাঙ্গীর আলম সুমন। 'সোনাবন্ধু তুই আমারে করলি দিওয়ানা' কথার এ গানটির রেকর্ডিং এরই মধ্যে সম্পন্ন হয়েছে। এতে তার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন ক্লোজআপ তারকা সালমা। এ ছবির আরও কয়েকটি গানে বারী সিদ্দিকীর কণ্ঠ দেওয়ার কথা রয়েছে। ছবির জন্য ফোক টাইপের কিছু গান দরকার। আর এ কারণেই বারী সিদ্দিকীকে নেওয়া হয়েছে।
অন্যদিকে এ ছবির জন্য সালমা 'কি জ্বালা দিয়ে গেলা মনে' এবং 'ওকি ও বন্ধু কাজল ভোমরারে' শিরোনামের দুটি গানে কণ্ঠ দিয়েছেন। জাহাঙ্গীর আলম সুমন পরিচালিত এ ছবির প্রধান চরিত্রে অভিনয় করছেন ডিএ তায়েব, চিত্রনায়িকা পপি, পরীমনি, আনোয়ারা প্রমুখ।
জাহাঙ্গীর আলম সুমন বলেন, 'তিনটি গানের রেকর্ডিং শেষ হয়েছে। অন্যান্য গানের রেকর্ডিংও খুব শিগগিরই করব। ৬ জুন থেকে টাঙ্গাইলে এ ছবির প্রথম লটের শুটিং করেছি। আগামী মাসে দ্বিতীয় লটের শুটিং শুরু করব।'
শুভ টেলিফিল্মসের ব্যানারে নির্মাণাধীন এ ছবির চিত্রনাট্য লিখেছেন ম. ম. রুবেল। বারী সিদ্দিকী ও সালমা ছাড়াও অন্যান্য গানে কণ্ঠশিল্পী মমতাজসহ আরও অনেকে কণ্ঠ দেবেন বলে জানা গেছে।