বসনিয়া যুদ্ধের প্রেক্ষাপটে 'ইন দ্য ল্যান্ড অব ব্লাড অ্যান্ড হানি' ছবি তৈরির মাধ্যমে ২০১১ সালে চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্দপ্রকাশ করেন অস্কারজয়ী হলিউডের অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। এবার কম্ব্বোডিয়া যুদ্ধের বিষয়বস্তু নিয়ে ছবি পরিচালনা করবেন তিনি। কম্বোডিয়ার লেখিকা ও মানবাধিকার কর্মী লাউঞ্জ আং-এর 'ফার্স্ট দে কিলড মাই ফাদার : এ ডটার অব কম্ব্বোডিয়া রিমেম্বারস' বই অবলম্বনে ছবিটি তৈরি করবেন জোলি। কম্বোডিয়া থেকে দত্তক নেওয়া জোলির পালক ছেলে ম্যাডক্স বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে স্মৃতিচারণামূলক বইটি লিখেছেন লাউঞ্জ আং। এটি প্রকাশিত হয় ২০০০ সালে। পরিচালনার পাশাপাশি ছবিটি প্রযোজনাও করবেন জোলি। নতুন ছবি পরিচালনা প্রসঙ্গে এক বিবৃতিতে জোলি বলেন, 'লাং-এর বইটি আমাকে গভীরভাবে প্রভাবিত করেছে। শিশুদের যুদ্ধ অভিজ্ঞতা তাদের স্মৃতিতে কেমন প্রভাব ফেলে সে বিষয়ে বিস্তারিত জানতে পেরেছি আমি। বইটি আমাকে কম্বোডিয়ার মানুষের কাছাকাছি পৌঁছতে সাহায্য করেছে। কম্বোডিয়া আমার ছেলের জন্মভূমি।'