২০০৮ সালের ২৬ নভেম্বর নিঃসন্দেহে পৃথিবীর বুকে একটা কালো দিন! ওই দিন মুম্বাইয়ে জঙ্গি হানায় প্রাণ গিয়েছিল অসংখ্য নিরপরাধের। এবার অপরাধীদের শাস্তি দেওয়ার ভার নিজের হাতে তুলে নিলেন ক্যাটরিনা কাইফ। ব্যাপারটা নিয়ে কথা বলার জন্য পাক্কা চার মাস পরে সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন তিনি!
বিষয়টি আসলে নায়িকার নতুন ছবি 'ফ্যান্টম'র সাংবাদিক বৈঠক। এস হুসেন জাইদির লেখা 'মুম্বাই অ্যাভেঞ্জার্স' অবলম্বনে 'ফ্যান্টম' ছবিটি বানিয়েছেন পরিচালক কবীর খান। বইয়ের কাহিনী ঘুরেছে ২৬/১১-র জঙ্গি হানা নিয়েই।
ছবিটি নিয়ে দারুণ উচ্ছ্বসিত ক্যাটরিনা। এর আগে তিনি অনেক ছবিতে অভিনয় করেছেন। কিন্তু এমন উচ্ছ্বাস কমই দেখিয়েছেন। আলোচিত ঘটনা নিয়ে ছবি নির্মাণের জন্যই এমনটা করছেন তিনি।