'বজরঙ্গি ভাইজান’ ছবিতে তার চরিত্রের আদলে তৈরি করা হয়েছে নওয়াজউদ্দিন সিদ্দিকি চরিত্রটি। আর এমনই দাবি করেছেন এক পাকিস্তানি সাংবাদিক। সম্প্রতি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে টিভি ক্যামেরার সামনে ঘটনাস্থল থেকে পাক টেলিভিশন সাংবাদিক চাঁদ নবাবের খবর দেওয়া ভিডিও। যার সাথে হুবহু মিল রয়েছে নওয়াজের চরিত্রের। সেই কারণেই বজরঙ্গি ভাইজান ছবির অভিনেতা বলিউড সুপারস্টার সালমান খানের কাছে ক্ষতিপূরণ চেয়েছেন চাঁদ নবাব।
তবে বিশাল অঙ্কের নয়। নিজেকে ছোটখাটো সাংবাদিক উল্লেখ করে চাঁদ বলেন, “ক্ষতিপূরণ চেয়ে আমি সালমানের সঙ্গে দেখা করব। তবে এটা আমার অনুরোধ মাত্র। আমি বিষয়টি নিয়ে আদালতে যাচ্ছি না। যদি তারা দেন তাহলে ভাল। না হলেও কোন সমস্যা নেই”।
চাঁদ আরও জানান, “টাকা-পয়সার ব্যাপারটা বড় নয়। এটা পাকিস্তানের সম্মানের বিষয়। এটা আমার অনুরোধ মাত্র”। একইসঙ্গে তিনি একথাও বলেন, “তাঁর ক্যারিয়ারের ক্ষেত্রে সিনেমাটি নতুন মোড় এনে দিতে পারে”।
বিডি-প্রতিদিন/২৬ জুলাই, ২০১৫/মাহবুব