চলত্রিত্রে অভিনেত্রীদের অভিনয়ের পাশাপাশি বড় সম্বল হলো তাদের রূপ। যতদিন চেহারায় গ্লামার থাকবে ততদিন চাহিদা। এজন্য মিডিয়া পাড়ায় নিজের অবস্থায় ধরে রাখতে প্রতিনিয়ত রূপচর্চা করতে হয় নায়িকাদের। আর বলিউড নায়িকাদের ক্ষেত্রে তো কোনো কথায় নেই। এত প্রতিযোগিতায় টিকে থাকতে কি না কি করতে হয় তাদের। আর রূপচর্চা! সে তা সবার আগে।
রূপচর্চার জন্যও বলিউড নায়িকারা কম ব্যয় করেন না। রূপের কোমলতা ধরে রাখতে এবার তারা নিচ্ছেন এক নতুন থেরাপি। নায়িকাদের পাশাপাশি এ তালিকায় আছেন নায়করাও। আর হ্যাঁ মাত্র এক ঘণ্টার সে থেরাপি নিতে তাদের ব্যয় হচ্ছে বাংলাদেশি টাকায় প্রায় চল্লিশ হাজার। জানা যায়, ব্যয়বহুল এ থেরাপির মূল উৎস বিশুদ্ধ অক্সিজেন। এই থেরাপির নাম হাইপারবারিক অক্সিজেন থেরাপি (এইচবিওটি)।
আর এই থেরাপি নিতে মুম্বাইয়ের একটি ক্লিনিকে নিয়মিত যাচ্ছেন বেশকিছু বলিউড তারকা। এ তালিকায় সবার শীর্ষে আছেন ক্যাটরিনা কাইফ।
বিডি-প্রতিদিন/২৬ জুলাই, ২০১৫/মাহবুব