নাশকতার উদ্দেশ্যে আত্মপরিচয় পরিবর্তন সন্ত্রাসবাদীদের একটি সাধারণ প্রবণতা । এই প্রবণতাভিত্তিক বলিউড মুভি 'বঙ্গিস্তান'। মূলত দুই আত্মঘাতী সন্ত্রাসীর গল্প এটি যারা নিজেদের ধর্মীয় আত্মপরিচয় গোপন রেখে একে অপরের সম্প্রদায়কে ধ্বংস করতে উদ্যত হয়েছে। ট্রেলর দেখে এর বেশি কিছু বোঝার উপায় নেই। তা সত্ত্বেও মুক্তির আগেই পাকিস্তানবিরোধী তকমা পেয়ে গেছে 'বঙ্গিস্তান। সম্প্রতি এর ট্রেলার প্রকাশ পেয়েছে। ট্রেলার দেখেই মুভিটির গল্প সম্পর্কে এই ধারণা পাওয়া যায়। আর তার ভিত্তিত্তেই পার্শ্ববর্তী দেশ পাকিস্তানে নিষিদ্ধ হলো মুভিটির মুক্তি।
এদিকে, এই খবরে বেশ অবাক হয়েছেন মুভিটির পরিচালক কর্ণ অংশুমান। এক প্রতিক্রিয়ায় তিনি জানান, ট্রেলার দেখে কখন মুভি কি হবে তা বিচার করা যায় না। আমি কখনোই আমার ছবির পুরো গল্প ট্রেলারে বলব না। পাকিস্তানের এই সিদ্ধান্তে আমি রীতিমতো আশ্চর্য হয়েছি। আমি নিজে পাকিস্তানের সঙ্গে এ ব্যাপারে কথা বলতে চাই।'
উল্লেখ্য, 'বঙ্গিস্তান' মুভিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন রিতেশ দেশমুখ, পুলকিত সম্রাট ও জ্যাকুলিন ফার্নান্দেজ। আগামী ৭ আগস্ট মুক্তি পাবে এটি।
বিডি-প্রতিদিন/২৬ জুলাই ২০১৫/শরীফ