ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী দিতি। শারীরিকভাবে বেশকিছু দিন ধরে অসুস্থ ছিলেন তিনি। জানা গেছে, চার দিন ধরে বাংলাদেশের হাসপাতালে ঘোরাঘুরির পর শনিবার দুপুরের ফ্লাইটে চিকিৎসার জন্য তিনি ভারতের চেন্নাই যান। তবে কী সমস্যায় ভুগছেন দিতি বিষয়টি এখনো পরিস্কার নয়।
ঈদের আগে থেকেই শারীরিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন দিতি। এ কারণে এবারের ঈদে কোনো নাটক বা টেলিফিল্মে খুব একটা দেখা যায়নি তাকে। এমনকি ঈদের দিনও তিনি অসুস্থ ছিলেন। ঈদের আগে থেকেই নতুন দুটি ধারাবাহিক নাটক এবং একটি ছবির কাজ করছিলেন তিনি। শুটিং চলাকালীন তিনি অসুস্থবোধ করেন বলে জানা গেছে।
বিডি-প্রতিদিন/২৬ জুলাই, ২০১৫/মাহবুব