২০১১ সালে ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন পর্ণতারকা থেকে বলিউড অভিনেত্রী বনে যাওয়া সানি লিওন। বিয়ের প্রায় ৪ বছর পর বিয়ের রীতি নিয়ে কথা বলেছেন এই অভিনেত্রী। নিজের বিয়ে প্রসঙ্গে সানি বলেন, 'অন্য সবার মতোই বিয়ের আনুষ্ঠানিকতা হয়েছে আমার। বাবা-মা খুবই ধার্মিক ছিলেন। সে কারণে গুরুদুয়ারে তাদের যাতায়াত ছিল। ড্যানিয়েলের সঙ্গে বিয়ে হয় গুরুদুয়ারেই। সনাতন ভারতীয় রীতিতে। শিখ রীতি মেনেই গুরুদুয়ারে ড্যানিয়েলের সঙ্গে আমার বিয়ে হয়েছে।'
উল্লেখ্য, বিয়ের পরের বছর অর্থাৎ ২০১২ সালে বলিউডে অভিষেক হয় সানি লিওনের। অভিষেকের পর থেকেই বলিউডে বেশ সফল তিনি। গত তিন বছরে বেশ কয়েকটি হিট মুভি উপহার দিয়েছেন। পর্ণ মুভিতে অভিনয় ছেড়ে এখন পুরোপুরি ব্যস্ত বলিউডের রূপালি জগতে।
বিডি-প্রতিদিন/২৬ জুলাই ২০১৫/শরীফ