মুম্বাই সিরিজ বোমা বিস্ফোরণ মামলায় দোষী সাব্যস্ত ইয়াকুব মেননের ফাঁসির বিরোধিতা করলেন সালমান খান। সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে ইয়াকুব মেননের ফাঁসির বিরোধিতা করে তার ভাই টাইগার মেননের ফাঁসির দাবি জানিয়েছেন বলিউডি এই অভিনেতা।
১৯৯৩ সালের ১২ মার্চ মুম্বাইয়ে কয়েক ঘন্টার মধ্যে সিরিয়াল বিস্ফোরণে ২৫৭ জন প্রাণ হারায়। আহত হন ৭০০'র বেশি মানুষ। ওই বিস্ফোরণের সঙ্গেই জড়িত ছিলেন চাটার্ড অ্যাকাউটেন্ট ইয়াকুব মেনন, তার ভাই টাইগার মেনন এবং দাউদ ইব্রাহিম।
সেই প্রসঙ্গ তুলে একের পর এক টুইট করে দাবাং হিরো জানিয়েছেন ওই ঘটনায় ইয়াকুব মেননের পলাতক ভাই টাইগার মেনন জড়িত ছিলেন অথচ তার বদলে ভাইকে (ইয়াকুব মেনন) ফাঁসিতে ঝোলানো হচ্ছে। আহারে টাইগার কোথায় গেল?
টাইগার মেননকে কটাক্ষ করে বলেছেন, টাইগার কোথায় লুকালো? এটা কোনো টাইগার নয়, এটা বেড়াল। আমরা একটা বেড়ালকে ধরতে পারছি না?
আরেক টুইট বার্তায় জানিয়েছেন, টাইগারকে ধরে তাকে ফাঁসিতে ঝোলানোর ব্যবস্থা করা হোক, তার ভাই(ইয়াকুব)-কে নয়। সল্লুর মতে, একজন নিরপরাধ মানুষকে হত্যা করার অর্থ হল মানবিকতাকে মেরে ফেলা।
এদিকে আগামীকাল সোমবারই ইয়াকুব মেননের ফাঁসির সাজা রদের আবেদন শুনবে সুপ্রিম কোর্ট। ফাঁসি রদ করার আবেদন জানিয়ে গত বৃহস্পতিবার শীর্ষ আদালতে যান মেনন। আগামী ৩০ জুলাই নিজের জন্মদিনেই তার ফাঁসির নির্দেশ দিয়েছেন আদালত।
বিডি-প্রতিদিন/ ২৬ জুলাই, ২০১৫/ রশিদা