অল্প বয়সেই গান গেয়ে বাংলাদেশের শ্রোতাদের কাছে জনপ্রিয় একটি নাম হয়ে উঠেছেন পড়শী। শুধু স্টেজে নয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউবেও সমান জনপ্রিয় এই কণ্ঠশিল্পী। অনলাইন-অফলাইন দুই মাধ্যমেই আছেন তিনি সরব। নিজের প্রতিভা আর কণ্ঠের জাদুতে ক্রমশ সামনে এগিয়ে যাচ্ছেন। দিন দিন বাড়ছে তার জনপ্রিয়তা। এবার ভক্তদের আরও কাছে টেনে নিচ্ছেন এ সঙ্গীতশিল্পী।
পড়শীর ভক্তরা এবার চাইলেই পড়শীর সঙ্গে অনলাইন চ্যাট করতে পারবেন ভাইবারের মাধ্যমে। ভাইবার পাবলিক চ্যাটে পাওয়া যাবে এ সংগীতশিল্পীকে। পড়শী জানান, তিনি তার ভক্তদের সঙ্গে যোগাযোগ বাড়াতেই এই সেবা চালু করছেন। ২৭ জুলাই থেকে পড়শীকে ভাইবার চ্যাটে পাওয়া যাবে বলে জানান তিনি।
বিডি-প্রতিদিন/২৬ জুলাই ২০১৫/ এস আহমেদ