বলিউড তারকা সালমান খানের 'বজরঙ্গি ভাইজান' আর টালিউড তারকা প্রভাসের 'বাহুবলি' দুটি ছবিই এখন ভারতসহ সারা বিশ্ব কাঁপাচ্ছে। 'বাহুবলি'র সঙ্গে জোর টক্কর চলছে 'বজরঙ্গি ভাইজান'-এর।
ব্লকব্লাস্টার এ দুই ছবি জন্মসূত্রে যে এক শেকড়ে গাঁথা, সে কথা কজনই বা জানতেন! দুই ছবির সাড়া জাগানো সাফল্যের মধ্যেই প্রকাশ্যে এলো, দুটি গল্পের রচয়িতা একজনই। তিনি কে ভি বিজয়েন্দ্র প্রসাদ। তার আরও একটি পরিচয় রয়েছে। তিনি 'বাহুবলি'র পরিচালক এস এস রাজামৌলির বাবা। 'বাহুবলি' না হয় তার ছেলের ক্যামেরায় বন্দী হয়েছে। কিন্তু 'বজরঙ্গি ভাইজান' নিয়ে তিনি বেশ কয়েকজন পরিচালকের সঙ্গে আলোচনা করেন। শেষ পর্যন্ত পরিচালক কবীর খান ছবিটি করার সিদ্ধান্ত নেন।
এদিকে 'বাহুবলি' মুক্তির আগে থেকেই একের পর এক রেকর্ড গড়েই চলছে। ভারতের সবচেয়ে ব্যয়বহুল ছবি 'বাহুবলি' নিয়ে শুরু থেকেই চলছে শোরগোল। মুক্তির দিন 'বাহুবলি'র বুকিং-কিউ দেখে অনেকেই মনে করেছিলেন, এই বুঝি রেকর্ড ঘটল! ব্যবসায় রেকর্ড তো হয়েছেই। ছবিটি রেকর্ড করে ফেলেছে পোস্টারেও। সবচেয়ে বৃহদাকৃতির পোস্টার টাঙিয়ে ছবিটির নাম উঠেছে গিনেস বুকে। ৫০ হাজার বর্গফুটেরও বেশি দৈর্ঘ্য-প্রস্থসম্পন্ন এই পোস্টার ২৭ জুন কোচিতে টাঙানো হয়েছে।
বিভিন্ন সূত্রের খবর- মুক্তির প্রথম দিনই ছবিটি দেখার জন্য কালোবাজারে ১০ হাজার রুপিতে টিকিট বেচাকেনা হয়েছে।
বিশ্বজুড়ে প্রায় চার হাজার সিনেমা হলে একযোগে মুক্তি পাওয়া 'বাহুবলি' তাই প্রথম দিনেই ভেঙেছে শাহরুখ-দীপিকার 'হ্যাপি নিউ ইয়ার' ছবির আয়ের রেকর্ড। ২০১৪ সালে মুক্তি পাওয়া 'হ্যাপি নিউ ইয়ার' প্রথম দিনে ৪৪ কোটি ৯৭ লাখ রুপি আয় করে। আর 'বাহুবলি'র প্রথম দিনের আয় অর্ধকোটি রুপির বেশি। যুক্তরাষ্ট্রের ২০০ হলেও শুরু হচ্ছে ছবিটির প্রদর্শন।
চিত্রায়ণের সময় থেকেই 'বাহুবলি' নিয়ে আকর্ষণ কাজ করছে। আর ওই আকর্ষণের মূল কারণ ছবিটির জন্য বিশাল বাজেট।
প্রথম দিনের আয়েই গড়ে 'বাহুবলি'র রেকর্ড।
ছবিটি নির্মাণ শুরু হয়েছিল ২০১৩ সালে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক রাজমৌলির এ ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তেলেগু তারকা প্রভাস ও রানা দুগগুবাতী। এ ছাড়া মূল নারী চরিত্রে রয়েছেন তামান্না ভাটিয়া ও আনুশকা শেঠি।
পুরানকে আশ্রয় করে নির্মিত ছবিটির অগ্রিম টিকিট না পেয়ে অন্ধ্রপ্রদেশ আর তেলেঙ্গানায় প্রেক্ষাগৃহ ভাঙচুর এমনকি মামলা দায়েরের ঘটনাও ঘটেছে।
অন্যদিকে মুক্তির প্রথম সপ্তাহ শেষে ২০০ কোটি রুপি আয় করে নিয়েছেন সালমান খানের নতুন সিনেমা 'বজরঙ্গি ভাইজান'। প্রথম সপ্তাহের আয়ে আমির খানের সিনেমা 'পিকে' আর শাহরুখ খানের সিনেমা 'হ্যাপি নিউ ইয়ার'কে পেছনে ফেলেছে সিনেমাটি।
২০০ কোটি রুপি আয় করে হিন্দি সিনেমার ইতিহাসে প্রথম সপ্তাহে দ্বিতীয় সর্বোচ্চ আয়ের সিনেমায় পরিণত হয়েছে 'বজরঙ্গি ভাইজান'। ১৮৮ কোটি রুপি আয় নিয়ে কেবল এর সামনে আছে আমির খান, অভিষেক বচ্চন, ক্যাটরিনা কাইফের সিনেমা 'ধুম থ্রি'। বাণিজ্য বিশ্লেষক তারান আদার্শ টুইট করে জানান, 'বজরঙ্গি ভাইজান' সালমানের ক্যারিয়ারের দ্বিতীয় সিনেমাটি যেটি ২০০ কোটি রুপি আয় করেছে। এর আগে 'কিক' ছিল সালমান অভিনীত একমাত্র সিনেমা যা ২০০ কোটির মাইলফলক ছুঁতে পেরেছিল। ১৭ জুলাই মুক্তির পর থেকেই একের পর এক রেকর্ড গড়ে চলেছে 'বজরঙ্গি ভাইজান'। 'এক থা টাইগার'-এর পর আবার পরিচালক কাবির খানের সঙ্গে জুটি বাঁধায় সেই আগ্রহ আরও বেড়েছে।
অনেকেই সিনেমাটিকে সালমানের ক্যারিয়ারের সেরা কাজ বলে অভিহিত করেছেন। আর সিনেমা বোদ্ধা ও বিশ্লেষকরা মনে করছেন একই মাসে মুক্তি পাওয়া দুটি ছবিই এখন সারা বিশ্ব কাঁপাচ্ছে যা আগে কখনো হয়নি।