সানিয়া সাবরিন, এই প্রজন্মের কণ্ঠশিল্পী। এ পর্যন্ত দুটি ভিন্ন প্রযোজনা সংস্থা থেকে তার দুটি একক অ্যালবাম বাজারে এসেছে। কিন্তু তাতেও নিজের গান নিয়ে সন্তুষ্ট নন তিনি। ছোটবেলা থেকেই সানিয়া সাবরিন দেশের কিংবদন্তি সংগীতশিল্পী ফেরদৌস আরার গান শুনে আসছেন। তার ভীষণ ভক্ত সাবরিন। ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল ফেরদৌস আরার সাহচর্যে আসা এবং তার কাছে সংগীতে তালিম নেওয়া। অবশেষে সেই স্বপ্ন তার পূরণ হতে যাচ্ছে একটু একটু করে। সানিয়া সাবরিন শুক্রবার সকাল সাড়ে ১০টায় ফেরদৌস আরার সংগীতবিষয়ক শিক্ষা-প্রতিষ্ঠান 'সুরসপ্তক'-এ ফেরদৌস আরার সঙ্গে দেখা করেন। সানিয়া সাবরিনের নতুন করে গানে তালিম নেওয়ার আগ্রহ দেখে মুগ্ধ হন ফেরদৌস আরা। সানিয়া সাবরিনের দুটি একক অ্যালবাম হচ্ছে 'সুখের নূপুর' ও 'সত্যি করে'। দুটি অ্যালবামই এখন বাজারে। সানিয়া সাবরিনের ছোটবেলা কেটেছে চট্টগ্রামে।