অনেকটা সময় মিডিয়ার কোনো কাজেই দেখা যাচ্ছিল না মডেল ও অভিনেত্রী রুমানা খানকে। কারণ দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিনি। তবে নতুন খবর হলো, তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রুমানা। রুমানার ঘনিষ্ঠসূত্রে এ খবর নিশ্চিত হওয়া গেছে।
সূত্র জানায়, যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী এলিন রহমানের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রুমানা। ৮ আগস্ট নিউইয়র্কের ওয়ার্ল্ড ফেয়ার মেরিনা হলে তার বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর আগে ৬ আগস্ট রুমানার গায়ে হলুদের অনুষ্ঠান হবে। ইতিমধ্যে বিয়ের সব আয়োজন সম্পন্ন হয়েছে। মডেল ও অভিনেত্রী রুমানা খানের প্রথম বিয়ে হয় উপস্থাপক ও নির্মাতা আনজাম মাসুদের সঙ্গে। সেই বিয়ে ভেঙে গেলে দ্বিতীয়বার বিয়ে হয় সাজ্জাদ নামে এক ব্যবসায়ীর সঙ্গে। কিন্তু বিয়ের কয়েক বছরের মধ্যেই দুজনের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়। যার পরিপ্রেক্ষিতে বছর খানেক আগে রুমানা যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। অন্যদিকে রুমানার হবু স্বামী এলিনেরও দ্বিতীয় বিয়ে এটি।