সিলেটের সামিউল আলম রাজনের নৃশংস হত্যাকাণ্ড নিয়ে নির্মাণ হচ্ছে টেলিফিল্ম ও প্রমাণ্যচিত্র। এগুলো নির্মাণ করবেন প্রখ্যাত নাট্যনির্মাতা জি এম সৈকত। পাণ্ডুলিপি তৈরি করেছেন জি এম স্পর্শ। প্রযোজনা করবেন ইসমত আরা লিমন। সম্প্রতি ইউনিট নিয়ে নির্মাতা রাজনের পরিবারের সঙ্গে দেখা করতে যান। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় জনসাধারণের সঙ্গে কথা বলেন। স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা এটি নির্মাণে সহযোগিতা দেবেন বলে জানান নির্মাতা। ৭ আগস্ট থেকে টেলিফিল্মটির শুটিং শুরু হবে। জি এম সৈকত বলেন, একজন নাট্য নির্মাতা হিসেবে নাটকের মাধ্যমে এই নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাতে টেলিফিল্ম ও প্রামাণ্যচিত্র নির্মাণের উদ্যোগ নিয়েছি।
আমি চাই এ ধরনের নৃশংসতা বন্ধ হোক। টেলিফিল্ম ও প্রামাণ্যচিত্র থেকে আয় করা অর্থ রাজনের পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলেও জানান জি এম সৈকত।
পিকাসোর সঙ্গে তুলনা
শোবিজ ডেস্ক
মার্কিন গায়িকা ম্যাডোনা নিজেকে তুলনা করলেন চিত্রশিল্পী পাবলো পিকাসোর সঙ্গে। ম্যাডোনা বলেন, কিংবদন্তি এই চিত্রকরের কাছে জীবনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা খুঁজে পেয়েছি। তিনি মৃত্যুর আগ পর্যন্ত ছবি এঁকেছেন। কারণ জীবন থেকে অনুপ্রাণিত হয়েছেন। আমিও তার মতো জীবনের শেষ দিন পর্যন্ত গান গাইতে চাই।
ম্যাডোনার বিশ্বাস, বয়স বাড়লেও কমবে না তার সংগীত সৃষ্টির ক্ষমতা। তিনি বলেন, আমার মনে হয় না সৃজনশীল হওয়ার কোনো দিন-ক্ষণ রয়েছে। আপনি ততক্ষণ নতুন কিছু সৃষ্টি করতে পারবেন যতক্ষণ আপনার মনে প্রকাশ করার মতো ভাবনা থাকবে।