ভারতীয় ক্রিকেট সেনশেসন বিরাট কোহলির সঙ্গে অভিনেত্রী আনুশকা শর্মার প্রেমের সম্পর্কের বিষয়টি সবারই জানা। দীর্ঘদিন চুটিয়ে প্রেম করে আসছেন তারা। তাদের সম্পর্কের বিষয়টি পরিবার থেকেও মেনে নেয়া হয়েছে। তবে সম্প্রতি গুঞ্জন উঠে যে, বিরাট-আনুশকার বাগদান নাকি হয়ে গেছে। গুঞ্জন ওঠে এ লন্ডনে সদ্য সমাপ্ত উইম্বলডন টেনিস চলাকালীন সেখানেই বাগদান সেরে নিয়েছেন এ দুই তারকা। কারণ অনেকটা গোপনেই সেখানে পাড়ি জমিয়েছিলেন তারা। যদিও পরবর্তীতে বিষয়টি আর গোপন থাকেনি। প্রায় সপ্তাহ খানেক সেখানে কাটিয়ে ভারত ফেরেন তারা।
সম্প্রতি ভারতীয় বেশ কয়েকটি গণমাধ্যম তাদের বাগদান রহস্য নিয়ে প্রতিবেদনও প্রকাশ করে। কথায় আছে, যা রটে তা কিছুটা হলেও ঘটে। তবে এতদিন এ বিষয়ে মুখ খোলেননি বিরাট ও আনুশকা। সম্প্রতি এ বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন আনুশকা শর্মা। এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কাছে বাগদানের বিষয়টিকে 'বানোয়াট' বলে উল্লেখ করেন তিনি।
আনুশকার ভাষায়, 'আমি আপনাদের পরিষ্কার করে বলতে চাই আমার বাগদান হয়নি। এটা সম্পূর্ণ মিডিয়ার তৈরি বিষয়। লন্ডনে আমরা উইম্বলডন একসঙ্গে উপভোগ করেছি। আমরা ভালেঅ সময় কাটিয়েছি। কিন্তু তার মানে এই নয় বাগদান হয়ে গেছে। কোনো কিছু হলে সেটা অবশ্যই আপনারা জানবেন।' আনুশকা সাংবাদিকদের ব্যঙ্গ করে বলেন, 'আপনারা এর আগেও আমাকে কয়েকবারই বিয়ে দিয়েছেন। কয়েক দফা আমার প্রেম বিষয়েও লেখালেখি কম হয়নি। কিন্তু সেগুলোর মধ্যে সত্যিতে পরিণত হয়েছে কতটা? বাগদান কিংবা বিয়ের সিদ্ধান্ত হলে অবশ্যই আপনারা জানবেন। সেটা গোপনে করবো না আমি। আমার প্রতি অন্তত এতটুকু বিশ্বাস রাখতে পারেন।'
বিডি-প্রতিদিন/২৭ জুলাই ২০১৫/শরীফ