প্রয়াত সংগীতশিল্পী হুইটনি হাউস্টনের মেয়ে ববি ক্রিস্টিনা ব্রাউন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ২২ বছর। বাড়ির বাথটাকে পড়ে গিয়ে ববি ছয়মাস ধরে কোমায় ছিলেন। হাউস্টন পরিবারের একজন প্রতিনিধি এই খবর জানিয়েছেন। খবর বিবিসির
২৬ জুলাই রবিবার পরিবারের সদস্যদের উপস্থিতিতে ববি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে ক্রিস্টেন ফস্টার নামে ওই প্রতিনিধি জানান।
গত ৩১ জানুয়ারি বাথটাব থেকে অচেতন অবস্থায় ববিকে পাওয়া যায়। তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে জর্জিয়ার একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। সেখানেই পরিবারের সদস্যদের উপস্থিতিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ববি ক্রিস্টিনা ব্রাউন ছিলেন সংগীতশিল্পী হাউস্টন ও আর এন্ড বি গায়ক ববি ব্রাউনের একমাত্র মেয়ে।
উল্লেখ্য, ২০১২ সালে লস অ্যাঞ্জেলসের একটি হোটেলের বাথটাব থেকে হুইটনি হাউস্টনের মৃতদেহ উদ্ধার করা হয়। ববিও তার মায়ের মতো একজন গায়ক ও অভিনেত্রী হতে চেয়েছিলেন।
বিডি-প্রতিদিন/২৭ জুলাই ২০১৫/শরীফ