প্রথমবারের মতো কলকাতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ভ্রাম্যমাণ চলচ্চিত্র উৎসব। আগামী ৩ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে উৎসবটি। আর এ উৎসব শুরু হচ্ছে মোস্তফা সরয়ার ফারুকীর 'পিঁপড়াবিদ্যা' চলচ্চিত্র দিয়ে। পরিচালক নিজেও এ সময় সেখানে উপস্থিত থাকবেন বলে জানান। তিনি বলেন, 'ভারতে এই প্রথম এ ধরনের চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হচ্ছে। আর সে উৎসব আমার ছবি দিয়ে শুরু হওয়ায় নিজের কাছে অনেক ভালো লাগছে। এটি আমার জন্য অনেক সম্মানের বিষয়।' উদ্বোধনী অনুষ্ঠানে আরও থাকবেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত এবং নাট্যকার ও পশ্চিমবঙ্গের পর্যটনমন্ত্রী ব্রাত্য বসু। ভারতের সিনে সোসাইটিগুলোর সম্মিলিত মঞ্চ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব ইন্ডিয়া এই অভিনব চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছে ভালো ছবির দর্শক তৈরি করার লক্ষ্য নিয়ে।
এ চলচ্চিত্র উৎসবে যেসব ছবি দেখানো হবে সেগুলো পর্যায়ক্রমে ভারতের ৩০টি শহরে চলচ্চিত্র উৎসব আয়োজনের মাধ্যমে দেখানো হবে। আর এ জন্যই এটিকে ভ্রাম্যমাণ চলচ্চিত্র উৎসব আখ্যা দেওয়া হয়েছে। উৎসবে যে ১০টি ছবি দেখানো হবে সেগুলোর কোনোটিই ভারতে ইতিপূর্বে আনুষ্ঠানিকভাবে দেখানো হয়নি।
'পিঁপড়াবিদ্যা' ছাড়াও আফগানিস্তান, কাজাকিস্তান, সার্বিয়া, আর্জেন্টিনা, ফিলিপাইনস ও ইরানের ছবি দেখানো হবে উৎসবে। জানা গেছে, ইরানের মহিলা চলচ্চিত্র পরিচালক পুরানদেরাখসনদে তার সাম্প্রতিক ছবি এই উৎসবে পাঠাবেন বলে সম্মতি দিয়েছেন। কাজাকিস্তানের ২০১৩ সালের অস্কারের জন্য মনোনীত ছবিটিও এই উৎসবে দেখানো হবে।