বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য 'চিত্রাঙ্গদা' অবলম্বনে নির্মিত হয়েছে নাটক। নাটকটি নির্মাণ করেছেন গোলাম সোহরাব দোদুল। এনটিভিতে প্রচারের জন্য নির্মিতব্য এ নাটকটির শুটিং হয়েছে মানিকগঞ্জে। নাটকে অভিনয় করেছেন তারিন। তিনি একসঙ্গে দুটি চরিত্র চিত্রণ করেছেন। চরিত্র দুটি হচ্ছে- পদ্ম ও দামিনি।
'চিত্রাঙ্গদা'য় অভিনয় করে বেশ উচ্ছ্বসিত তারিন। উচ্ছ্বসিত হওয়ার অন্যতম কারণ একসঙ্গে দুটি চরিত্রে অভিনয় করা। তিনি বলেন, 'আমি খুবই খুশি এমন একটি নাটকে অভিনয়ের সুযোগ পেয়ে। এমন একটি কালজয়ী গল্পে অভিনয় অনেক কঠিন। কারণ গল্পটি সবার মনোজগতে আছে। তাই চেষ্টা করেছি নিষ্ঠার সঙ্গে অভিনয় করতে'।