আজ প্রতিষ্ঠার চতুর্থ বর্ষে পা রাখছে সংবাদভিত্তিক স্যাটেলাইট চ্যানেল ইনডিপেন্ডেন্ট টেলিভিশন। দিনটি উদযাপনে কোনো জাঁকজমক আয়োজন না রাখলেও দিনটিকে উৎসবে পরিণত করবেন চ্যানেলটির কর্মীরা। জানা গেছে, আজ সারাদিন কর্মীরা নিজেদের মতো করে নানা অনুষ্ঠান আয়োজন করবেন।
প্রতিষ্ঠার শুরু থেকেই বস্তুনিষ্ঠ সংবাদ, টকশো এবং সংবাদভিত্তিক নানা অনুষ্ঠান প্রচার করে দর্শকের আস্থা কুড়ায় ইনডিপেন্ডেন্ট। আগামী দিনগুলোতে দর্শকের সেই আস্থা ধরে রাখাই লক্ষ্য বলে জানিয়েছেন চ্যানেল কর্তৃপক্ষ।