উপমহাদেশের অন্যতম শিল্পী, সুরকার ও সংগীত পরিচালক কমল দাশগুপ্তের জন্মদিন আজ। এ উপলক্ষে 'এই কি গো শেষ দান' শিরোনামে একটি অনুষ্ঠানে গান গেয়েছেন কমল দাশগুপ্তের সন্তান ও সংগীতশিল্পী শাফিন আহমেদ। কাজী নজরুল ইসলামের লেখা 'তুমি কি এখন দেখিছো স্বপন', 'কত দিন দেখিনি তোমায়', 'মেনেছি গো হার মেনেছি', 'দুটি পাখি দুটি তীরে', 'আমি বনফুল গো'- এমন অসংখ্য শ্রুতিমধুর গানের সুরকার কমল দাশগুপ্ত। তিনি এখন নেই। কিন্তু তার সুর রয়ে গেছে। আর তাই পিতার স্মরণে অনুষ্ঠানে সেই সুর নিয়ে অংশ নিয়েছেন পুত্র শাফিন। অনুষ্ঠানে শাফিন আহমেদ তার বাবার গান করবেন। 'এই কি গো শেষ দান' শিরোনামের অনুষ্ঠানটি আজ বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে রাত ১০টার ইংরেজি সংবাদের পর প্রচার হবে। অনুষ্ঠানটিতে পিতার স্মৃতিচারণের পাশাপাশি গানও পরিবেশন করেছেন শাফিন আহমেদ। তিনি বলেন, 'কমল দাশগুপ্ত একজনই। বাংলা গান যতদিন থাকবে, তিনি ততদিন বেঁচে থাকবেন। তার প্রতি শ্রদ্ধা জানিয়েই অনুষ্ঠান।'