২৪ জুলাই ছিল সংগীতশিল্পী এবং অভিনেত্রী জেনিফার লোপেজের ৪৬তম জন্মদিন। দিনটিকে উদযাপন করতে একটি নৈশক্লাবে গিয়েছিলেন তিনি। আর যেহেতু জন্মদিন উদযাপন, তাই পোশাকটাও ছিল অনেকটা 'জন্মদিনের পোশাক' এর আদলে। কালো রঙের স্বচ্ছ পোশাকে জেনিফারের দেহের বেশিরভাগ অংশই ছিল স্পষ্ট।
শুক্রবার ওয়ান ওক নাইটক্লাবে জেলো হাজির হন কালো রঙের একটি প্রায় স্বচ্ছ পোশাকে। হাঁটু পর্যন্ত দীর্ঘ পিঠ খোলা পোশাকটির মধ্য দিয়ে তার দেহের বেশিরভাগ অংশই দেখা যাচ্ছিল। পোশাকটির দু'পাশে এবং পেছনের অংশে স্বচ্ছ কাপড় থাকায় জে লোর পশ্চাৎদেশ পুরোটাই প্রায় উন্মুক্ত হয়ে পড়েছিল।
খোলামেলা এই পোশাকটির কারণে পশ্চিমা গণমাধ্যমে নতুন করে আলোচনার কেন্দ্রে চলে এসেছেন জেনিফার লোপেজ। অনেকেই বলছেন, ৪৬ বছর বয়সেও এমন পোশাকে আবির্ভূত হয়ে নিজের ভেতরকার তারুণ্যকেই তুলে ধরেছেন তিনি। শরীরে বুড়িয়ে গেলেও মনেপ্রাণে তিনি এখনও তরুণীই আছেন।
বিডি-প্রতিদিন/২৮ জুলাই ২০১৫/ এস আহমেদ