এ বার সুপারহিরোইন হতে চান সানি লিওন। লাস্যময়ী ইমেজ ভেঙে পর্দায় ধুন্ধুমার ফেলে দিতে চান তিনি।
টুইটারে এক ভক্ত সানিকে প্রশ্ন করেছিলেন, সুপারওম্যানের মতো কোনও চরিত্র তিনি করতে চান কি না। উত্তরে সানি জানান, এ ধরনের চরিত্র পেলে তিনি অবশ্যই করবেন। ‘জিসম ২’, ‘জ্যাকপট’, ‘রাগিনী এমএমএস ২’, ‘এক পহেলি লীলা’-র মতো ছবিতে অভিনয় করে বলিউডে নিজের একটি জায়গা তৈরি করেছেন সানি। তবে, প্রায় একই ধরনের চরিত্রে যে তিনি আটকে পড়ছেন, সে কথা বলেছেন নিজেই। বিষয়টা তার কাছে একঘেয়ে ঠেকছে। তাই এবার এ বৃত্ত ভাঙতে চান সাবেক এ পর্নস্টার।
বিডি-প্রতিদিন/২৮ জুলাই ২০১৫/ এস আহমেদ