ভারতীয় টেস্ট অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে জড়িয়ে প্রায় খবরের শিরোনাম হন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। গত বিশ্বকাপের পর থেকে এই বিতর্ক মাথাচড়া দিয়ে উঠে। কিন্তু মাঝে কিছুটা ভাটা পড়লেও ফের বিতর্কে জড়ালেন কোহলির প্রেমিকা।
ভারতীয় মিডিয়ায় তার এবারের বিতর্কে অনেক বেশি গুরুতর এবং আপত্তিকর হিসেবে চিহ্নিত করেছে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার বাংলা সংস্করণে বলা হয়েছে, ‘এবারে অনেক বেশি গুরুতর এবং আপত্তিকর কারণে বিতর্ক ছড়িয়েছে এই বলিউড সুন্দরী। অভিযোগ, গোটা দেশ যখন সাবেক রাষ্ট্রপতি 'মিসাইলম্যান খ্যাত এপিজে আবদুল কালামের প্রয়াণে বিনম্র শ্রদ্ধা জানাচ্ছে, তখন এই ভারতরত্নকে অপমান করেছেন আনুশকা।
সদ্য প্রয়াত ভারতের সাবেক রাষ্ট্রপতি ও পরমাণু বিজ্ঞানী এ পি জে আবদুল কালামের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বলিউডের অনেক তারকাই এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের প্রতিক্রিয়া জানাতে শুরু করেন। আনুশকাও তার টুইটার অ্যাকাউন্ট থেকে এই ভারতীয়কে টুইটে শেষ শ্রদ্ধা জানিয়েছিন। আর বিতর্কটা ওই টুইট নিয়ে।
সংবাদ মাধ্যমটিতে আরও বলা হয়, ‘মানুষের মুখে মুখে ফেরা সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্রপতি তথা ভারতরত্নের নামটা পর্যন্ত ঠিকমতো জানেন না তিনি।’
আনুশকার সমবেদনা জানানো ওই টুইটে প্রথমে তিনি লেখেন, ‘এবিজে কালাম আজাদের মৃত্যুর খবরে শোকাহত।’ এতে সমালোচনার ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। পরবর্তীতে ভুল শুধরে আগের টুইটটি মুছে দিয়ে আবারো টুইট করেন আনুশকা। কিন্তু, তার অজ্ঞতা যে কোন পর্যায়ে, তা বুঝিয়ে দেন দ্বিতীয় টুইটে। ভুল শোধরানোর পরও আনুশকা লেখেন, ‘এপিজে কালাম আজাদ।’ এরপর বিভিন্ন মহলে চূড়ান্তভাবে আপমানিত হওয়ার পর, তৃতীয়বার তিনি টুইটে সঠিক নামটা লেখেন।’
বিডি-প্রতিদিন/২৮ জুলাই, ২০১৫/মাহবুব