বলিউডের বক্স অফিস কাঁপানো মুভি 'বাহুবলি'র পর এবার পর্দায় ঝড় তুলতে আসছে 'রুদ্রামাদেবী'। কাকাতিয়া সাম্রাজ্যের রাণী রুদ্রামাবতীকে নিয়ে তৈরি বিশাল বাজেটের এই মুভিটি মুক্তি পাবে আগস্টে। ইতোমধ্যে ত্রিমাত্রিক ঘরানার 'রুদ্রমাদেবী' নিয়ে শুরু হয়েছে ব্যপক জল্পনা-কল্পনা। সাড়া ফেলে দিয়েছে সর্বমহলে। মুভিটি পরিচালনা করছেন তেলুগু সিনেমার জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক গুণশেখরণ।
'রুদ্রামাদেবী'র চরিত্রে অভিনয় করছেন আনুষ্কা শেট্টি। এছাড়া আছেন রানা দাগ্গুবতী, আল্লু অর্জুন, প্রকাশ রাজ। মুভিটির নাম ভূমিকায় অভিনয় করার কথা ছিল সাবেক বিশ্ব সুন্দরী ও বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার। তবে 'অরুন্ধতী' মুভিতে দুর্দান্ত অভিনয়ের সুবাদে শেষ পর্যন্ত এ চরিত্রের জন্য চূড়ান্ত হন আনুষ্কা। আর 'বাহুবলিতে অসাধারণ অভিনয়ের জন্য 'রুদ্রামাদেবী'তেও সুযোগ পান রানা দাগ্গুবতী। এছাড়া মুভিটির একটি উল্লেখযোগ্য চরিত্রে অভিনয় করছেন আল্লু অর্জুন।
গুণশেখরন নিজেই এর চিত্রনাট্য লিখেছেন। এ সম্পর্কে তিনি বলেন, 'স্কুলে পড়ার সময়ই 'রুদ্রামাদেবী'র গল্প পড়ে বিমোহিত হয়ে পড়ি। তখন থেকেই চিন্তা ছিল সুযোগ পেলে এ নিয়ে একটি মুভি বানাব। যদিও কাজটি অনেক কঠিন ছিল। তবে তা নিয়ে কাজ করতে গিয়ে অনেক মজা পেয়েছি। আশা করছি দর্শকদেরও মুভিটি ভালো লাগবে।'
বিডি-প্রতিদিন/২৯ জুলাই ২০১৫/শরীফ