৫৬ বছরে পদার্পণ করলেন সঞ্জয় দত্ত। আর নিজের এই জন্মদিনটি পুনের ইয়েরওয়াড়া কারাগারেই পালন করলেন এই অভিনেতা। ১৯৯৩ সালের মুম্বাই হামলায় জড়িতদের কাছ থেকে বেআইনি অস্ত্র কেনার দায়ে সাড়ে তিন বছরের সাজা ভোগ করছেন তিনি। এ কারণে জেলেই জন্মদিন কাটাতে হয় তাকে।
আজ ২৯ জুলাই কারাগারেই উদযাপন করা হয়েছে সঞ্জুবাবার ৫৬তম জন্মদিন। কয়েদিরা সবাই মিলে যতোটা সম্ভব আনন্দে রেখেছেন তাকে। এ ছাড়া তার সঙ্গে সাক্ষাতের বিশেষ অনুমতি পেয়েছিলেন স্ত্রী মান্যতা দত্ত। যমজ সন্তান ইকরা ও শাহরান এবং ঘনিষ্ঠ বন্ধুদের শুভেচ্ছা নিয়ে গেছেন তিনি।
উল্লেখ্য, একই মামলায় আরো ১৮ মাস কারাবন্দি থাকতে হয়েছিল সঞ্জয়কে। এরপর সুপ্রিম কোর্ট তাকে আরো সাড়ে তিন বছরের কারাদণ্ড দেন।
বিডি-প্রতিদিন/২৯ জুলাই ২০১৫/শরীফ