পর্তুগালে অনুষ্ঠিত হয়ে গেল ১৯তম আভাঙ্কা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবার এ উৎসবে অংশ নিয়েছিল বাংলাদেশের তরুণ নির্মাতা আবু শাহেদ ইমনের প্রথম ছবি 'জালালের গল্প'। ছবিটি বাজিমাৎ করেছে। সেরা ছবি হিসেবে পুরস্কৃত হয়েছে 'জালালের গল্প'। পাশাপাশি উৎসবে সেরা অভিনেতা বিভাগে পুরস্কার পেয়েছেন অভিনেতা মোশাররফ করিম। উৎসব কর্তৃপক্ষের প্রকাশিত প্রকাশনা থেকে জানা যায়, ১২১টি দেশের ২২০০টি নিবন্ধিত চলচ্চিত্র থেকে ১১৮ ছবি বিভিন্ন বিভাগে প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়। এর মধ্য থেকে বাংলাদেশ, চেক প্রজাতন্ত্র, যুক্তরাষ্ট্র ও স্পেনের চারটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র জুরি বোর্ডের সদস্যদের চূড়ান্ত ফলাফলে পুরস্কার লাভ করে। চেক প্রজাতন্ত্রের 'আফটার ওয়ার, বিফোর ওয়ার'; যুক্তরাষ্ট্রের 'বিরিভ', স্পেনের 'দ্য ডিসট্যান্স' ছবিগুলো জুরি বোর্ডের সদস্যদের দ্বারা 'স্পেশাল মেনশন' সম্মাননায় ভূষিত হয়। উৎসবে সেরা অভিনেতার জন্য বাংলাদেশ থেকে মোশাররফ করিমের পাশাপাশি চেক প্রজাতন্ত্রের ছবি 'আফটার ওয়ার, বিফোর ওয়ার'র জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পান ইরিনা দেমিখ।
উৎসব কর্তৃপক্ষ জানায়, উৎসবে দর্শক ও জুরি বোর্ডের সদস্যরা ছবিটির ভূয়সী প্রশংসা করেছেন।
'জালালের গল্প' ছবিটি ইতিমধ্যে ২০১৪ সালের অক্টোবরে ১৯তম বুসান চলচ্চিত্র উৎসবের এশিয়ান সিনেমা ফান্ড পেয়েছে এবং উৎসবটির মূল প্রতিযোগিতা 'নিউ কারেন্টস' বিভাগে প্রথম বাংলাদেশি ছবি হিসেবে বিশ্ব প্রিমিয়ার করেছিল।