প্রতিষ্ঠার চার বছর পেরিয়ে আজ পঞ্চম বর্ষে পদার্পণ করছে মাছরাঙা টেলিভিশন। বেলা ১১টায় কেক কাটার মধ্য দিয়ে বর্ষপূর্তি উদযাপনের আনুষ্ঠানিকতা শুরু করবে চ্যানেলটি। মাছরাঙার স্টুডিও থেকে কেক কাটা পর্বটি সরাসরি সম্প্রচার করা হবে। এ ছাড়া সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে প্রচার হবে বিশেষ টেলিফিল্ম 'জার্মোফোবিকম্যান', রাত ৯টা ২০ মিনিটে প্রচার হবে পথচলার চার বছরের নানা চিত্র নিয়ে অনুষ্ঠান 'পেছন ফিরে দেখা' এবং রাত ১১টায় সরাসরি গানের অনুষ্ঠান 'তোমায় গান শোনাবো'তে গান পরিবেশন করবেন অনুপমা মুক্তি।
'রাঙাতে এলো মাছরাঙা' স্লোগান নিয়ে ২০১১ সালের ৩০ জুলাই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে মাছরাঙা টেলিভিশন। যাত্রালগ্ন থেকে চ্যানেলটি তার অনুষ্ঠান ও সংবাদ প্রচারের ক্ষেত্রে বৈচিত্র্য আনার চেষ্টা করেছে।