জনপ্রিয় গণমাধ্যম ব্যক্তিত্ব হানিফ সংকেত ২৮ জুলাই ইউরোপ ভ্রমণের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। দুই সপ্তাহের সফরকালে তিনি নেদারল্যান্ডস, ফ্রান্স, স্পেন, সুইজারল্যান্ড ও তুরস্ক ভ্রমণ করবেন। ২০০৪ সালে ফাগুন অডিও ভিশন ও নেদারল্যান্ডসের বিখ্যাত ইএমএস ফিল্মের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছিল দুই ঘণ্টা ব্যাপ্তিকালের প্রামাণ্য চিত্র 'ব্রিজিং টু ওয়ার্ল্ডস'। যেটি পরবর্তীতে হল্যান্ডের বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও ডিসকভারি চ্যানেলে প্রচারিত হয়। 'ব্রিজিং টু ওয়ার্ল্ডস' যৌথভাবে পরিচালনা করেন হানিফ সংকেত ও হল্যান্ডের মার্ক ভার্কাক। এবারের সফরে তাদের সঙ্গে নতুন একটি কাজ নিয়ে আলোচনা হবে।
এবারের ঈদে হানিফ সংকেত নির্মিত দুটি অনুষ্ঠানই ছিল দর্শক পছন্দের শীর্ষে। সফর প্রসঙ্গে হানিফ সংকেত বলেন, 'কিছুটা ভ্রমণ-কিছুটা বিশ্রাম-কিছুটা 'ইত্যাদি'র কাজ- সবকিছু নিয়েই এই বিদেশযাত্রা। অফিস-বাসা-শুটিং-এডিটিং আর লেখালেখি এ নিয়েই ব্যস্ত ছিলাম গত একটি বছর। তাই একটুখানি পারিবারিক অবকাশও বলতে পারেন। তা ছাড়া ইত্যাদি'র আগামী পর্ব প্রচার হবে ১১ সেপ্টেম্বর। তাই আগামী ঈদের নাটক, নতুন ইত্যাদি নির্মাণ-এ ছাড়াও আমাদের প্রতিষ্ঠানের একটি ম্যাগাজিন অনুষ্ঠান নির্মাণের কাজ রয়েছে আগামীতে। এসেই এগুলোর নির্মাণ কাজে হাত দেব'।