ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে অভিনেত্রী দিতি ভারতের মাদ্রাজ ইনস্টিটিউট অব অর্থোপেডিক্স অ্যান্ড ট্রমালজিতে ভর্তি আছেন। চিন্তার কিছু নেই। সফল অস্ত্রোপচারের মাধ্যমে তিনি এখন শঙ্কামুক্ত। ভারত থেকে দিতির মেয়ে লামিয়া চৌধুরী জানান, চিকিৎসকরা আর কোনো বিপদ দেখছেন না। লামিয়া বলেন, 'আম্মুর মস্তিষ্কের কোনো ক্ষতি হয়নি। সবাই দোয়া করবেন।'
এর আগে চিকিৎসার উদ্দেশ্যে ২৫ জুলাই ঢাকা ছাড়েন দিতি। আর অস্ত্রোপচারের আগে ফেসবুকে তিনি বার্তাও দেন ভক্তদের উদ্দেশ্যে। বার্তায় লিখেছিলেন, 'প্রিয় বন্ধু, সহকর্মী ও ভক্তরা, আমি জানি আমাকে না দেখে তোমরা বেশিদিন থাকতে পার না। এ জন্য তাড়াতাড়ি ভালো হয়ে এসে একটা কাচ্চি বিরিয়ানির পার্টি দেব। এখানে আমি ভালো আছি। ইনশাল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে।'
তিনি আরও লিখেন, 'আবার তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি মজা করতে চলে আসব। ততদিন পর্যন্ত ধৈর্য ধরো আর দোয়া করো। আমার ওপর তোমাদের এত দোয়া! কিছু হবে না ইনশাল্লাহ।'
দিতির প্রত্যাশা এখন পূরণের পথে। তিনি সুস্থ হয়ে এখন দেশে ফেরার অপেক্ষায়।
এদিকে দিতির সফল অস্ত্রোপচারের ঘটনায় বেশ খুশি তার স্বজন, সহকর্মীরা।