বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে হিপহপ গানের আসর। 'বিডি হিপহপ ফেস্ট' শিরোনামে একটি ভিন্নধারার শো হতে যাচ্ছে আজ। আজ দুপুর ২টা থেকে রাত ১২টা পর্যন্ত ইন্টারন্যাশনাল বসুন্ধরা কনভেনশন সিটিতে [গুলনকশা-১] চলবে 'হিপহপ শো'। সঙ্গে থাকছে দেশীয় খ্যাতি সম্পন্ন র্যাপারদের গান, নাচ, ফায়ার স্পিনিং, ফ্যাশন শো এবং বিগ বক্সিংসহ বিভিন্ন সেগমেন্ট। আর ভিন্ন ধারার এই আয়োজন নিয়ে ২৮ জুলাই বিকালে রাজধানীর একটি রেস্তোরাঁয় হয়ে গেল সংবাদ সম্মেলন। এতে উপস্থিত ছিলেন 'বিডি হিপহপ ফেস্টের' পরিচালক আশিনুল কবির রাজন। হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট ওয়াচেস ওয়ার্ল্ডের সুভাশ চন্দ্র দেব। আরও উপস্থিত ছিলেন সুপ্রীয় [হেড অব পিআর ওয়াচেস ওয়ার্ল্ড], তানিম খান [ক্রিয়েটিভ হেড রন্ডেভুজ], জিয়ায়ুল হক রাফসান [সহকারী পরিচালক], র্যাপর ব্ল্যাক জ্যাং, র্যাপার বিগ স্পেইড, মাশফিক সি ডি এল, রিফা ও কোরিওগ্রাফার আশিকুর রহমান পনিসহ আরও অনেকে।
পরিচালক আশিনুল কবির রাজন বলেন, 'সেই ২০০৬ সাল থেকে অনেকেই এই হিপহপ ফেস্টের সঙ্গে জড়িত। আমরা অনেকের কাছেই গিয়েছিলাম আমাদের এই প্ল্যানিং নিয়ে। কিন্তু কেউ রাজি হয়নি। যাই হোক শেষ পর্যন্ত আমরা শুরু করতে পেরেছি। সবা দোয়া করবেন। আর সবার সহযোগিতা কামনা করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশে হিপহপ গানের জোয়ার দেখতে চাই আমরা।'