বহুদিন ধরে কানাঘুসো শোনা যাচ্ছিল, বলিউডে পা রাখছেন বাদশা-পুত্র আরিয়ান। এবার তা সত্যি হতে চলেছে। আরিয়ান এবার ফিল্মে ডেবিউ করতে চলেছেন।
শাহরুখের পুত্র বলে কথা। সে তো আর যা তা সিনেমা করতে পারেন না। শাহরুখই ঠিক করেছেন, ১৯৯২ সালের ব্লকবাস্টার 'দিওয়ানা'র রিমেক ছবিতেই প্রকাশ হবে আরিয়ানের।
সূত্রের খবর, রেড চিলির প্রোডাকশনের ছবিতেই ডেবিউ করার সুযোগ পাচ্ছে ১৮ বছরের এই বাদশা-পুত্র।
বিডি-প্রতিদিন/ ৩০ জুলাই ১৫/ সালাহ উদ্দীন