স্বামীর নামের সঙ্গে মিল রাখার জন্য বিযের পর নাম পাল্টে ফেললেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী রোমানা খান। গত ৮ আগস্ট বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ধনাঢ্য ব্যবসায়ী এলিন রহমানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এ অভিনেত্রী। বিয়ের পর ফেসবুক প্রোফাইলে রোমানা তার নাম পরিবর্তন করে লিখেছেন রোমানা এলিন খান।
সোমবার রেমানা তার ফেসবুকে নতুন স্বামীর সঙ্গে তোলা একটি স্থির চিত্রও পোস্ট করেছেন।
গত ৬ আগস্ট নিউইয়র্কের স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় গায়ে হলুদ সম্পন্ন হয় রোমানা-এলিনের। এ সময় উপস্থিত ছিলেন- প্রবাসী অভিনেতা টনি ডায়েস, প্রিয়া ডায়েস, মডেল মিলা হোসেন ও তার স্বামী জাকারিয়া মাসুদ জিকুসহ আরো অনেকে। ৮ আগস্ট বিয়ের পিঁড়িতে বসেন এ দম্পতি।
এর আগে আরও দুবার বিয়ে হয়েছে রোমানার। প্রথমে উপস্থাপক ও নির্মাতা আনজাম মাসুদকে বিয়ে করেন তিনি। পরে সে বিয়ে ভেঙে গেলে সাজ্জাদ নামে ঢাকার আরেক ব্যবসায়ীর সঙ্গে ঘর বাঁধেন রোমানা। সে বিয়েও টিকেনি। এরপর বছরখানেক আগে হঠাৎ করেই যুক্তরাষ্ট্রে চলে যান এ অভিনেত্রী। সেখানের গিয়ে পরিচয় হয় এলিন রহমানের সঙ্গে। তারপর মন দেয়া নেয়া এরপর গাটছঁড়া বাঁধেন এ জুটি।
বিডি-প্রতিদিন/১০ আগস্ট, ২০১৫/মাহবুব