গজনি সিনেমায় ভারতের এক নম্বর মোবাইল ফোন অপারেটরের সিইও'র সঙ্গে প্রেম হয়েছিল অসিনের। কিন্তু প্রেম থেকে ঘর বাঁধা হয়নি। খলনায়কের হাতে প্রাণ দিতে হয়েছিল সিনেমার মাঝপথেই। সেটা ছিল সিনেমার কাহিনী। এবার বাস্তবে ভারতের জনপ্রিয় মোবাইল ব্র্যান্ড 'মাইক্রোম্যাক্স'-এর প্রতিষ্ঠাতা রাহুল শর্মার সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন ভারতের দক্ষিণী সিনেমা ও বলিউডের জনপ্রিয় এ অভিনেত্রী।
আগামী সপ্তাহেই বলিউডে মুক্তি পেতে চলেছে অসিন অভিনীত সিনেমা অল ইজ ওয়েল। এর পরপরই অসিন-রাহুল তাদের বিয়ের তারিখ ঘোষণা করবেন বলে জানা গেছে।
গত এক বছর ধরে অসিন রাহুলের সঙ্গে নিয়মিত ডেটিং করছেন বলে শোনা যাচ্ছিল। ২০১৩ সালের অক্টোবরে প্রথমবার এই দু'জনকে একসঙ্গে এক ফ্রেমে দেখতে পাওয়া যায়। উপলক্ষ্য ছিল অসিনের জন্মদিন।
অসিনের পুরো নাম অসিন থত্তুমকাল। তিনি ভারতের দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির মাধ্যমে অভিনয় ক্যারিয়ার শুরু করেন। এই অভিনেত্রী আটটি ভাষায় কথা বলতে পারেন। আমির খানের বিপরীতে গজনি সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক অসিনের। বলিউডে তার উল্লেখযোগ্য সিনেমাগুলো হল গজনি, রেডি, লন্ডন ড্রিমস, হাউজফুল টু, বোল বচ্চন ইত্যাদি।
বিডি-প্রতিদিন/১০ আগস্ট ২০১৫/ এস আহমেদ