অনেকটা সময় পর আবারও গানের ভুবনে। কেমন লাগছে?
গানটা মিশে আছে আমার রক্তে। পারিবারিক নানা ব্যস্ততার কারণে অনেকটা সময় গান থেকে দূরে ছিলাম। তবে এরই মধ্যে অনেক কাজের প্রস্তাব পেলেও কাজের মান নিয়ে সন্তুষ্ট না হওয়ায় করার ইচ্ছা হয়নি। ফলে পরিবারকে সময় দেওয়া ভালো মনে হচ্ছিল। আর পারিবারিক দায়িত্ব পালনও কম গুরুত্বপূর্ণ নয়। সব মিলিয়ে পরিবারকে নিয়েই ছিলাম এতটা সময়।
সম্প্রতি 'সাড়া দাও না' শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন। গানটি নিয়ে প্রত্যাশা কেমন?
গানটি সমসাময়িক শ্রোতাদের প্রত্যাশা পূরণ করবে বলে আমার বিশ্বাস। ডিজে রাহাতের তত্ত্বাবধানে গানটি রোমান্টিক ধাঁচের হলেও পপধারার কম্পোজিশন করা হয়েছে। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন মীর মাসুম। গানটি গাওয়ার পর ভালো লেগেছে, ওদের সঙ্গে আরও দুটি গান করব। কিছুদিন পর 'সাড়া দাও না'-এর মিউজিক ভিডিওর কাজ করব। এরপর গানটি বিভিন্ন চ্যানেল এবং অনলাইনে প্রকাশ করা হবে। গানটি 'ডিজে রাহাত উইথ স্টারস' শিরোনামের মিশ্র অ্যালবামে থাকবে।
নতুন কোনো অ্যালবামের কাজ করছেন?
বর্তমানের অডিও বাজার আগের মতো আর নেই। এই সময়ে একজন শিল্পীর পক্ষে অ্যালবাম প্রকাশ কষ্টসাধ্য। এখন কেবল অ্যালবাম করলেই হয় না, পাশাপাশি মিউজিক ভিডিও করতে হয়, রয়্যালিটিও ঠিকমতো পাওয়া যায় না। তবে অ্যালবাম প্রকাশ না করলেও এ বছর বিভিন্ন সময়ে বেশ কিছু সিংগেল গান প্রকাশ করব এবং পরে তা অ্যালবাম আকারে প্রকাশ করব।
বর্তমানে গান শোনার পাশাপাশি দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এ বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন?
এই প্রচলনটা কিন্তু বিদেশে অনেক আগে থেকেই শুরু হয়েছে। এদিক থেকে আমরা কিন্তু অনেকটা পিছিয়ে আছি। তারপরও আমাদের দেশে দেরিতে শুরু হলেও অনেক ভালো কিছু মিউজিক ভিডিও এখন তৈরি হচ্ছে। আমারও ইচ্ছে আছে ভালো কিছু মিউজিক ভিডিও তৈরি করব।
এখন থেকে কি নিয়মিত পাচ্ছি আপনাকে?
আমার ইচ্ছে আছে আবারও নতুন করে পুরোদমে কাজ শুরু করার। আর আমি আমার শ্রোতা ও দর্শকদের কাছে কৃতজ্ঞ যে তারা আমাকে এখনো মনে রেখেছে।
আলী আফতাব