সচরাচর সিনেমায় বলিউড সুপারস্টার সালমান খানকে নায়ক হিসেবে দেখা গেলেও কিক সিরিজর পরবর্তী সিক্যুয়েন্স কিক-টু সিনেমায় দর্শকদের সামনে একটু ভিন্নভাবে উপস্থিত হবেন এই অভিনেতা। বলিউড পাড়ায় গুঞ্জন সিনেমাটিতে হিরো এবং ভিলেন দুই চরিত্রেই দেখা যাবে সালমানকে।
এই প্রসঙ্গে একটি সূত্র জানায়, ‘সালমান জানিয়েছেন কিক টু সিনেমায় তিনি ভালো এবং খল দুই চরিত্রেই অভিনয় করবেন। এমনকি সালমান খান ছবির গল্পটি খুব পছন্দ করেছেন। কাজ করার ব্যাপারেও বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তাই সিনেমায় তাকে নিজের সঙ্গেই ফাইট করতে দেখা যাবে।’
এর আগে ২০১৪ সালে মুক্তি পেয়েছিল সালমান অভিনীত কিক সিনেমাটি। সিনেমাটিতে সালমানের পাশাপাশি আরো অভিনয় করেছিলেন জ্যাকুলিন ফার্দান্দেজ,রণদ্বীপ হুদা, নওয়াজউদ্দিন সিদ্দীকি সহ অনেকে। তবে কিক টু সিনেমায় থাকছেন না জ্যাকুলিন। এমনটা ঘোষণাও শোনা গেছে নির্মাতাদের পক্ষ থেকে। এছাড়া অন্যান্যরা থাকছেন কিনা এ প্রসঙ্গে বিস্তারিত জানা যায়নি।
বিডি-প্রতিদিন/১১ আগস্ট, ২০১৫/মাহবুব