গত বছরে চুপিসারে বিয়ের পর এবার মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জী। ওয়েবসাইট পিঙ্কভিলার খবর অনুযায়ী রানী ও আদিত্য চোপড়া তাদের প্রথম সন্তানের অপেক্ষায়।
আপাতত লন্ডনে রয়েছেন রানি। সেখানেই ফোর সিজন হোটেলে গিয়েছিলেন প্যারেন্টাল মাসাজ নিতে। বড় লেপার্ড শেডের সানগ্লাস, গোলাপি লিপস্টিক, ক্রিম রঙা জ্যাকেট, চুলে খোঁপায় বেশ হালকা মেজাজেই ক্যামেরার সামনে ধরা দিলেন তিনি। প্রেগনেন্সির প্রথম কয়েক মাস তিনি যে বেশ উপভোগ করছেন তা যেন ফুটে উঠেছে চেহারায়।
বরাবরাই মিডিয়ার থেকে দূরে থাকতেই ভালবাসেন রানি-আদিত্য। তাই এবারেও যে মিডিয়ার সঙ্গে লুকোচুরি খেলবেন যেন প্রত্যাশিতই ছিল। গত বছর ২১ এপ্রিল ইতালিতে একেবারেই ব্যক্তিগত পরিসরে বিয়ে করেন রানি-আদিত্য।
বিডি-প্রতিদিন/১১ আগস্ট, ২০১৫/মাহবুব