কেমন আছেন?
ভালো, অনেক ভালো আছি। আমাদের এই সময়ে এসে নিজেকে ভালো রাখা অনেক প্রয়োজন। তাই নিজের চেষ্টাতেই ভালো আছি।
কোনো শুটিংয়ে আছেন মনে হচ্ছে?
হ্যাঁ, আলভি আহম্মেদের ঈদের একটি একক নাটকের শুটিং করছি। নাটকের শিরোনাম 'সিনড্রেলা'। অনেক সুন্দর একটি গল্পের নাটক এটি। এ ছাড়া আলভি আহম্মেদের আরও একটি ঈদের কাজ করছি। ওটার নাম 'নিজেরে হারায়ে খুঁজি'। এই মাসে আরও একটি একক নাটকের অভিনয় করার কথা আছে। আসলে অভিনয় নিয়েই ব্যস্ত থাকি। তাই শুটিং স্পটেই বেশিরভাগ সময় চলে যায়। কর্মক্ষেত্র যাকে বলে।
নতুন কোনো ধারাবাহিক নাটকে অভিনয় করছেন?
আমি তো ধারাবাহিক নাটকেই বেশি অভিনয় করি। বিশেষ কোনো দিবস ছাড়া একক নাটকে কাজ করা হয় না আমার। আসলে বিশেষ দিবস ছাড়া তো একক নাটক নির্মাণই হয় না এখন। দিনে দিনে একক নাটক বোধহয় হারিয়েই যাবে। তবে ধারাবাহিক নির্মাণ হচ্ছে অনেক। এরই মধ্যে নতুন দুটি ধারাবাহিক নাটকে কাজ করছি। আর সামনে আরও নতুন দুটি ধারাবাহিক নাটকে কাজ করব। এ ছাড়া বিভিন্ন টিভিতে আমার বেশ কিছু ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে।
ধারাবাহিক ও একক কোন মাধ্যমে কাজ করতে আপনার ভালো লাগে?
আমি একজন অভিনেত্রী। আর একজন অভিনেতা বা অভিনেত্রীর সব ধরনের মাধ্যমেই কাজ করতে জানতে হবে। আমার কথা যদি বলতে বলা হয় তবে আমি বলব, আমি অভিনয়ের জন্য গল্পের ও চরিত্রের ওপর অনেক প্রাধান্য দেই।
চলচ্চিত্রে অভিনয়ের কী অবস্থা?
একটা সময় আমি চলচ্চিত্রে অনেক অভিনয় করতাম। এখনো করি। কিন্তু আগের মতো না। এখন আমার সব ব্যস্ততা নাটককে কেন্দ্র করে।
এই অভিনয় জগতে অনেক নতুন মুখের প্রবেশ ঘটেছে। তারা কেমন করছে বলে আপনি মনে করেন?
নতুনদের অভিনয় আমার ভালো লাগে। তাদের মধ্যে অনেক আবার ভালো করছে। আর অনেকে ভালো করার চেষ্টা করছে। আমি মনে করি সব বিষয়েই চর্চা থাকাটা অনেক বেশি প্রয়োজন।
অবসরে কী করেন?
আমি সপ্তাহে দুই দিন বিশ্রাম করি। কারণ বাকি ৫ দিন আমাকে ১০-১২ ঘণ্টা করে শুটিং করতে হয়। তবে শুটিংয়ের ফাঁকে ফাঁকে নিয়মিত আড্ডা চলে। তাই একঘেয়েমিয়তা কিংবা ক্লান্তিবোধ করি না। আলী আফতাব