ভারতীয় টেলিভিশন এমটিভির জনপ্রিয় অনুষ্ঠান 'কোক স্টুডিও'তে গাইবেন দেশের অন্যতম বাউলশিল্পী শফি মণ্ডল। ফোক-ফিউশন ধারার আকাশছুঁই জনপ্রিয় এই অনুষ্ঠানে মোট পাঁচটি বাংলা ফোক গানে কণ্ঠ দেবেন তিনি। এর মধ্যে চারটি হবে তার নিজের পছন্দের, অন্যটি স্টুডিও কর্তৃপক্ষ চূড়ান্ত করবে। বর্তমানে চলছে গান বাছাই প্রক্রিয়া।
এদিকে কনসার্টের কাজে শফি মণ্ডল এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। ২২ আগস্ট দেশে ফিরবেন। তিনি জানান, কিছুদিন আগে কোক স্টুডিও থেকে তার সঙ্গে আলোচনা করেছে। তবে রেকর্ডিংয়ের দিনক্ষণ এখনো জানানো হয়নি। শুধু এটুকু জানিয়েছে, এই অনুষ্ঠানের প্রস্তুতি হিসেবে রেকর্ডিংয়ের আগে প্রায় দুই মাস সেখানকার মিউজিশিয়ান ও সংগীত পরিচালকের সঙ্গে অনুশীলন করতে হবে তাকে।
এমটিভির এ আলোচিত জনপ্রিয় সংগীতানুষ্ঠানে এর মধ্যে কলকাতার কিছু শিল্পী গাওয়ার সুযোগ পেলেও বাংলাদেশ থেকে এবার প্রথম কেউ অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন। বিষয়টি বাংলাদেশের সংগীতের জন্য একটি বড় সাফল্য। কারণ এমটিভির কোক স্টুডিও আন্তর্জাতিকভাবে সংগীতের একটি বিশাল প্লাটফর্ম।