তেজগাঁওয়ের কোক স্টুডিওতে ঢুকেই চোখ ছানাবড়া- এত কাঁচাবাজারের আসর। ঘটনা কী! ঘটনা একটাই, অমিতাভ রেজা নির্মাণ করছেন নিজের প্রথম চলচ্চিত্র 'আয়নাবাজি'। আর এখানে সেই ছবির একটি গানের অংশের শুটিং হচ্ছে। 'সূর্য যদি ওজন নিত উঠে যেত রোদ'- শিল্পী অর্ণবের গাওয়া এ রকম একটি গানের সঙ্গে নিজেদের অভিব্যক্তি ফুটিয়ে তুলতে ব্যস্ত চঞ্চল চৌধুরী আর নাবিলা।
শুটিংয়ের ফাঁকে নাবিলা বললেন, 'অমিতাভ ভাইয়ের সঙ্গে কাজ করে বেশ আনন্দ পাচ্ছি। দম ফেলার সময় নেই, তবুও খুশি। কারণ সুন্দর একটি ছবি নির্মাণ হতে যাচ্ছে।' চঞ্চল চৌধুরী বলেন, 'সকাল থেকেই শুটিং নিয়ে ব্যস্ত। একটি গানের দৃশ্যের ধারণের জন্যই বিশাল এই আয়োজন। কখনো কখনো মনে হয় শুটিং করছি না, বাজারে এসেছি। নাবিলা ও আমি মিলে বাজারের আমেজেই শুটিং করছি'।
পরিচালক অমিতাভ রেজা বলেন, আমাদের ছবির প্রায় ৭০ ভাগ কাজ শেষ এর আগে প্রায় ৩০ দিন এ ছবি শুটিং করেছি। আশা করি শিগগিরই শেষ হবে কাজ।
নাবিলা-চঞ্চল ছাড়াও এতে আরও অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, হীরা চৌধুরী, শওকত ওসমান, গাউসুল আলম শাওন প্রমুখ। ছবির গানগুলো তৈরি করেছেন ফুয়াদ, অর্ণব, হাবিব ও চিরকুট ব্যান্ডের সদস্যরা।
আয়নাবাজি এমন এক শহরের গল্প, যেখানে এখনো সকালে দুধওয়ালা আসে, ফেরিওয়ালা হাঁকডাক দেয়, বাচ্চারা দল বেঁধে নাটক শিখতে চায়। মহল্লায় পুরির দোকানে দল বেঁধে চা খাওয়া হয়। আয়না সেই শহরেরই একজন বাসিন্দা।