সৃজিত মুখার্জি ভারতীয় চলচ্চিত্রে এখন নতুন একটি অধ্যায়। তিনি আবারও প্রমাণ করলেন, তার ছবি মানেই বিশেষ কিছু। হ্যাঁ, 'রাজকাহিনী'র কথাই বলা হচ্ছিল। ছবিটি এখনো মুক্তি পায়নি। শুধু ট্রেলার ছেড়েছে। আর তাতেই শুরু হয়ে গেছে ঝড়। দর্শক হুমড়ি খেয়ে পড়েছেন ট্রেলার দেখতে। আসছে পূজায় 'রাজকাহিনী' মুক্তি পাবে। এতে অভিনয় করেছেন ঋতুপর্ণা ঘোষ, শাশ্বত চট্টোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, পার্নো মিত্র, লিলি চক্রবর্তী, প্রিয়াঙ্কা সরকার, সুদীপ্তা চক্রবর্তী, সায়নী ঘোষ, ধৃতিমান ঘোষ, ঋদিমা ঘোষ, দিতিপ্রিয়া রায়, এনা সাহা, কাঞ্চন মল্লিক, রুদ্রনীল ঘোষ, রজতাভ দত্ত, বিশ্বজিৎ চক্রবর্তী, ব্রাত্য বসু, কৌশিক সেন, যিশু সেনগুপ্ত, জয়া আহসান প্রমুখ। ১৯৪৭ সালের দেশভাগের প্রেক্ষাপটে এটি নির্মিত হয়েছে।