এবার গায়ক অরিজিৎ সিংকে হুমকি দিল আন্ডার ওয়ার্ল্ড। অভিযোগ- কুখ্যাত গ্যাংস্টার রবি পুজারি অরিজিতের কাছে ৫ কোটি টাকা দাবি করেছেন। যদিও পুজারির নামে এখনও কোনও অভিযোগ দায়ের করেননি বলিউডের এই বিখ্যাত গায়ক। তবে ওশিওয়ারা পুলিশ স্টেশনে একটি সাধারণ ডায়েরি করেছেন তিনি।
পুলিশ সূত্রে খবর, পুজারি হঠাৎ ফোন করে অরিজিতের কাছে ৫ কোটি টাকা দাবি করেন। অরিজিৎ জানান এত টাকা তাঁর পক্ষে দেওয়া সম্ভব নয়। তখন পুজারি তাঁকে বলেন, তিনি অরিজিতের গান ভালবাসেন। তার হয়ে যেন অরিজিৎ খান দুয়েকটি স্টেজ শো করে দেন। অরিজিত সাফ জানান, তাঁর পক্ষে এই ধরণের কোনো শো করা সম্ভব নয়। এরপরেই পুলিশের দ্বারস্থ হন তিনি।
''এই প্রথমবার এই ধরণের কোনও ঘটনার সম্মুখীন হলাম। তবে আমার মনে হয় না বিষয়টা গুরুতর। সব অর্গানাইজাররাই টাকা কামাতে চায়। রবি পুজারির নাম জড়িয়ে যাওয়ায় বিষয়টি হাতের বাইরে বেরিয়ে গেছে।'' একটি প্রথমসারির দৈনিককে নিজেই জানিয়েছেন অরিজিৎ।
মুম্বাই মিররকে এই গায়ক জানিয়েছেন ''সেপ্টেম্বরে আমি অনেকগুলো শো করতে আমেরিকা যাচ্ছি। এই সব ক'টি শোয়ের দায়িত্বেই আছেন নাত্তু ভাই। ২০১৪ সাল থেকে উনিই আমার ইউএস ট্যুর দেখভাল করেন। অতিরিক্ত শোয়ের জন্য শেষ মুহূর্তে ওনার কাছে অনেক অনুরোধই আসে প্রোমটারদের থেকে।''
তিনি জানিয়েছেন ''আমরা ঠিক করেছিলাম যে এই ধরণের প্রোমোটারদের সঙ্গে কাজ করবো না। এসব ক্ষেত্রে কম বাজেটে শো করার জন্য দর কষাকষি চলে। এক্ষেত্রে প্রোমোটারের সঙ্গে রবি পুজারির ঘনিষ্ট সম্পর্ক আছে। পুজারি আমার ম্যানেজারকে ফোন করে কম টাকায় শো করার জন্য চাপ বাড়াচ্ছিল। আমি স্টুডিওতে থাকলে ফোন ধরি না। ফলে চাপটা সামলাতে হয়েছে আমার ম্যানেজার তারসানেকেই। উনি ভয় পেয়ে আমাকে ফোন করেন। তারপরেই আমরা পুলিশের কাছে অভিযোগ জানাই।''
এই মুহূর্তে বলিউডের অন্যতম জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। এতদিন পর্যন্ত কোনও বিতর্কের সঙ্গেই তাঁর নাম জড়ায়নি। এবারই প্রথম তার কাছে আন্ডার ওয়ার্ল্ডের ফোন এলো।
বিডি-প্রতিদিন/১৭ আগস্ট, ২০১৫/ এস আহমেদ