৬০০ কোটির ঘরে পৌঁছে গেছে সালমান খানের ‘বজরঙ্গি ভাইজান'। গত ১৭ জুলাই মুক্তির পর ভারত ও অন্যান্য দেশ মিলিয়ে ইতোমধ্যে ৬০০ কোটি রুপি আয় করে ফেলেছে। খোদ ভারতেই এর ব্যবসা হয়েছে ৩১৬ কোটি ৬৭ লাখ রুপি। টুইটারে এ তথ্য জানান বাণিজ্যক বিশ্লেষক তরণ আদর্শ।
আমির খানের ‘পিকে’র মোট আয়কে খুব শিগগিরই ছাড়িয়ে যাবে ‘বজরঙ্গি ভাইজান’ এমনটা আশা করাই যাচ্ছে। রাজকুমার হিরানি পরিচালিত ‘পিকে’ শুধু ভারতে আয় করেছে ৩৪০ কোটি ৮ লাখ রুপি। আর বহির্বিশ্ব মিলিয়ে এর ব্যবসা হয়েছে ৬২৫ কোটি ৬৫ লাখ রুপি।
‘বজরঙ্গি ভাইজান’ ছবিতে সালমান খান ছাড়াও অভিনয় করেছেন কারিনা কাপুর খান, নওয়াজুদ্দিন সিদ্দিকী ও শিশুশিল্পী হারশালি মালহোত্রা।
বিডি-প্রতিদিন/ ১৯ আগস্ট, ২০১৫/ রশিদা