শুধু কাজেই নয়, কাজের পারিশ্রমিকেও বলিউডের 'কুইন' হয়ে উঠেছেন কঙ্গনা রানাউত। আয়ের ক্ষেত্রে দীপিকা পাড়ুকোন এবং কারিনা কাপুরের মতো তারকাদেরও পিছনে ফেলে দিয়েছেন তিনি। এখন বলিউডের সবচেয়ে দামি অভিনেত্রী তিনিই। আরো জানা গেছে, কঙ্গনা তার সাম্প্রতিক মুভি 'তানু ওয়েডস মনু রিটার্নস'র জন্য ১১ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন। এই আয়ের পরিপ্রেক্ষিতেই দীপিকা, কারিনাদের থেকে কয়েক ধাপ এগিয়ে গেছেন কঙ্গনা।
এর আগে বলিউডের সবচেয়ে দামি অভিনেত্রী ছিলেন দীপিকা। প্রতিটি মুভির জন্য তার পারিশ্রমিক প্রায় ৯ কোটি টাকা। এর পরই রয়েছেন বলিউড বেবি অর্থাৎ কারিনা। মুভিপ্রতি তার পারিশ্রমিক প্রায় ৮-৯ কোটি টাকা। প্রিয়াঙ্কা চোপড়া প্রতি মুভির জন্য প্রায় ৭ থেকে ৮ কোটি টাকা নেন। এরপরই রয়েছেন ক্যাটরিনা কাইফ। প্রতি মুভির জন্য তার পারিশ্রমিক প্রায় ৬ থেকে ৭ কোটি টাকা।
বিডি-প্রতিদিন/১৯ আগস্ট ২০১৫/শরীফ